Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংস রূপ নিল প্যারাগুয়ের সংসদ ভবনে আগুন দেয়ার ঘটনা পুলিশের রাবার বুলেটে নিহত ১

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্যারাগুয়েতে সংসদে আগুন দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষোভের সময় পুলিশের রাবার বুলেট রদ্রিগো কোয়েন্টিনোর মাথায় লাগলে নিহত হন তিনি। নিহতের ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। গত শুক্রবার প্যারাগুয়ের বিক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুনে জ্বলে উঠে দেশটির পার্লামেন্ট ভবন। প্রেসিডেন্ট হোরাসিও কারটেসকে আরেক মেয়াদে ক্ষমতায় টিকিয়ে রাখার অপচেষ্টা রুখতে ক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবনে আগুন দেয়। এই ঘটনা পরে আরো সহিংস হয়ে ওঠে। কারটেসকে আরেক মেয়াদে ক্ষমতায় টিকিয়ে রাখতে ওইদিন পার্লামেন্টে একটি বিলের ওপর ভোটাভুটি হচ্ছিলো। ভোটাভুটি শেষে বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেয়। এ সময় পার্লামেন্ট ভবনের সামনে কয়েক হাজার বিক্ষোভকারীর সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বেড়া ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। তারা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং ভবনে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে পুলিশ-বিক্ষোভকারী মিলিয়ে প্রায় ৩০ জন আহত হন। পুলিশ বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট ছুড়ে। এএফপি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ