মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার একটি কার্গো জাহাজ ২৪ জন যাত্রী নিয়ে দক্ষিণ আটলান্টিক সাগরে নিখোঁজ হয়ে গেছে। সিউলের কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান চলছে। ইতোমধ্যে একটি নৌকায় জাহাজের দুই নাবিককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার জাহাজের এক কর্মী বার্তার মাধ্যমে জানায়, স্টেলা ডেইসি নামে ওই জাহাজটি পানিতে ডুবে যাচ্ছিলো। উরুগুয়ের নৌবাহিনী সেসময় ওখানে অবস্থান করছিল এবং তারাই উদ্ধার কাজ শুরু করে। এক মুখপাত্র জানান, তারা জ্বালানির ঘ্রাণ পাচ্ছিলেন। ২ লাখ ৬০ হাজার টনের ওই কার্গো জাহাজটি মার্শাল দ্বীপে যাচ্ছিলো। জাহাজটিতে ১৬ জন কোরিয়ান ও আটজন ফিলিপাইনের নাগরিক ছিলেন। ব্রাজিল থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।