Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জাল সার্টিফিকেটে চাকরির অভিযোগ মিথ্যা দাবি পুনরায় তদন্তের আবেদন সহকারী প্রধান শিক্ষক ছালাম খানের

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আঃ ছালাম খান জাল বিএড সার্টিফিকেটে চাকরি করছেন এমন অভিযোগ মিথ্যা দাবী করে এ বিষয়ে পুনরায় তদন্তের আবেদন করেছেন। গত ২৭ মার্চ তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ আবেদন করেন। আবেদনে ছালাম খান বলেন, দীর্ঘদিন সহকারী শিক্ষক পদে চাকরি করার পর ২০১০ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস থেকে বিএড সার্টিফিকেট অর্জন করেন। গণকবাড়ি, আশুলিয়া, ঢাকা ১৩১৯ এই ঠিকানায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস থেকে তিনি সার্টিফিকেট লাভ করেন। এই ক্যাম্পাস সরকারীভাবে স্বীকৃত এবং বৈধ। এই সার্টিফিকেট অর্জনের পর ২০১২ সালের ১ সেপ্টেম্বর তিনি ওই প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করেন। ওই নিয়োগ পরীক্ষায় অধিদপ্তরের প্রতিনিধিও ছিলেন। সহকারী প্রধান শিক্ষক হিসেবে সরকারী অনুদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অধিদপ্তরেও পাঠানো হয়। অধিদপ্তরের একটি তদন্তে তার বিএড সার্টিফিকেট জাল তা প্রমাণিত হয়েছে মর্মে সম্প্রতি বিভিন্ন সংবাদের ভিত্তিতে তা জানাতে পেরে আঃ ছালাম খান বিষয়টি পুনরায় তদন্তের আবেদন করেছেন। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস থেকে তিনি বিএড করেছেন, সেখানে গিয়ে খোঁজ নিলেই প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তিনি দাবী করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাল

১৩ জানুয়ারি, ২০২৩
৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ