প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : তরুণ লেখক সৃষ্টির লক্ষ্যে আরএফএল প্লাস্টিকস-এর পণ্য ডায়মন্ড কালেকশন জগ ও বৈশাখী টিভির আয়োজনে শুরু হয়েছে গল্প লেখা প্রতিযোগিতা ‘তোমার গল্পে সবার ঈদ’। সম্প্রতি প্রাণ-আরএফএল সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরএফএল প্লাস্টিকস্ এর প্রধান বিপণন কর্মকর্তা আরাফাতুর রহমান, ব্রান্ড ম্যানেজার তোহিদ তুষার খান, প্রাণ-আরএফএল গ্রুপের মিডিয়া প্রধান সুজন মাহমুদ, পিআর প্রোডাকশন এর প্রধান মাসুদুজ্জামান, বৈশাখী টেলিভিশনের উপদেষ্টা (অনুষ্ঠান ও বিপণন) বেনু শর্মা, অনুষ্ঠান প্রধান আহসান কবির, উপ প্রধান অনুষ্ঠান জাহিদ হাসান শোভন ও হেড অব মার্কেটিং এন্ড সেল্স সজল সাহা উপস্থিত ছিলেন। ষষ্ঠবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার শিরোনাম থাকছে ‘লেখো গল্প, হও নাট্যকার’। এবারের গল্পের বিষয়বস্তু ‘হাসির গল্প’ যা ১০০০ শব্দের মধ্যে হতে হবে। আরাফাতুর রহমান জানান, এই আয়োজন হবে তরুণ গল্পকার তৈরির একটা প্লাটফর্ম। তিনি আরো জানান, প্রতিযোগিতার মাধ্যমে এ বছর সেরা পাঁচ গল্পকার নির্বাচন করা হবে। শ্রেষ্ঠ গল্পকাররা প্রত্যেকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা পাবেন। এছাড়া নির্বাচিত সেরা পাঁচ গল্পকারের লেখা থেকে তৈরি হবে পাঁচটি নাটক। এগুলো নির্মাণ করবেন দেশের পাঁচ জনপ্রিয় নাটক নির্মাতা। নাটকগুলো প্রচার হবে বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন দেশের খ্যাতিমান তিন সাহিত্যিক- সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক। গল্প পাঠানোর শেষ দিন আগামী ১৫ এপ্রিল। গল্প পাঠাতে হবে এই ঠিকানায় : তোমার গল্পে সবার ঈদ, বৈশাখী টেলিভিশন, ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২। এ ছাড়া ই-মেইল[email protected] পাঠানো যাবে গল্প।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।