Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রাহকদের সুবিধার্থে এনার্জিপ্যাক ও আরএফএল -এর সমঝোতা স্মারক সই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩৭ পিএম

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এনার্জি পয়েন্টে এনার্জিপ্যাক ও আরএফএল -এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এই এমওইউ অনুসারে, প্রথমে ঢাকার এবং পরে দেশজুড়ে আরএফএল বেস্টবাই, ভিশন এম্পোরিয়াম ও ইজি বিল্ডের আউটলেটে জি-গ্যাস এলপিজি সিলিন্ডার ও আরএফএল গ্যাস স্টোভ পাওয়া যাবে। এই চুক্তির আওতায় গ্রাহক জি-গ্যাস সিলিন্ডার ও আরএফএল-এর গ্যাস স্টোভ একসাথে কিনলে পাবেন আকর্ষণীয় মূল্য ছাড়।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড-এর এলপিজি বিভাগের চিফ বিজনেস অফিসার আবু সাঈদ রাজা বলেন, “দেশের শীর্ষস্থানীয় পাওয়ার ও এনার্জি প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় দেশ ও দেশের মানুষের সমৃদ্ধির জন্য বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা পূরণে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী, দু’টি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তির মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য আরো ভালো কিছু করতে পারবো।”

আরএফএল গ্রুপের ডিরেক্টর মো. মনিরুজ্জামান বলেন, “দেশজুড়ে গ্রাহকদের সুবিধার্থে এনার্জিপ্যাকের সাথে যুক্ত হতে পেরে আরএফএল এর পক্ষ থেকে আমরা আনন্দিত। দেশের অন্যতম প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে আমরা আশাবাদী যে এই অংশীদারিত্ব গ্রাহকদের জ্বালানি সমস্যা সমাধানে সহায়তা করবে। এখন গ্রাহকরা বান্ডেল অফারে সহজেই পণ্য ক্রয় করতে পারবেন।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির এলপিজি ডিভিশন-এর চিফ বিজনেস অফিসার, আবু সাঈদ রাজা; জি-গ্যাস এলপিজি সেলস-এর অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার আহমেদ আলী রিপন; মার্কেটিং কমিউনিকেশনস স্পেশালিষ্ট আমিন মাহমুদ এবং মার্কেটিং কমিউনিকেশনস এর ডেপুটি ম্যানেজার, আতিকুজ্জামান খান।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর- মো. মনিরুজ্জামান; এজিএম অপারেশন বিভাগের মো. আমিনুল ইসলাম ও মো. নাজমুল হক; ভিশন এম্পোরিয়াম-এর হেড অব অপারেশন, রাসেল আহমেদ; অপারেশন ম্যানেজার, তরিকুল ইসলাম; বেস্টবাই -এর হেড অব ক্যাটাগরি, মিথুন দেবনাথ এবং ক্যাটাগরি ম্যানেজার, আরিফুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনার্জিপ্যাক-আরএফএল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ