Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহশিল্পীদের ভাষা শিখিয়ে ফি নেন যশ টঙ্ক

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অভিনেতা যশ টঙ্ককে আগামীতে ‘জাট কি জুগনি- এক বিস্ফোটক প্রেম কাহানি’ সিরিয়ালে দেখা যাবে। সিরিয়ালটির জন্য আবশ্যিক হরিয়ানার ভাষা হরিয়ান্বিতে দক্ষ যশ তার সহশিল্পীদের ভাষাটিতে প্রশিক্ষণ দিচ্ছেন। আর তা বিনে পারিশ্রমিকে নয় এজন্য তিনি ফি নিচ্ছেন। তিনি অবশ্য একে ফি না বলে গুরুদক্ষিণা বলতেই বেশি অভ্যস্ত।
“হরিয়ান্বি শেখাতে গিয়ে সহশিল্পীদের কাছ থেকে ‘গুরুদক্ষিণা’ নেয়ার মধ্যে মজা আছে। সুতরাং প্রতিদিনই কেউ না কেউ আমাকে বা পুরো টিমকে কিছু না কিছু দিচ্ছে,” যশ বলেন।
জানা গেছে এই ‘গুরুদক্ষিণা’ ঠিক অর্থ নয়, খাদ্য।
সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের একটি সূত্র বলেছে, “অভিনয়শিল্পীরা তার কাছে হরিয়ান্বি শেখাবার জন্য অনুরোধ করেছিল। তিনি ফিয়ের বিনিময়ে শেখাতে রাজি হন। সুতরাং প্রতিদিনই ‘গুরুদক্ষিণা’র বিনিময়ে তিনি হরিয়ান্বি শেখাচ্ছেন। যশের এই গুরুদক্ষিণা হল খাবার। তার দাবী মিষ্টি কিনে সবাইকে খাওয়াতে হবে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহশিল্পী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ