Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘাটতি কমানোর কথা বলে দুটি নির্বাহী আদেশ জারি

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বাণিজ্য ঘাটতি কমানোর কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি নির্বাহী আদেশ জারি করেছেন। চীনা প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের আগমুহূর্তে তিনি এই আদেশ দিলেন। একটি নির্বাহী আদেশে বৈদেশিক বাণিজ্য ঘাটতির কারণ অনুসন্ধান করতে অপরিশোধিত শুল্ক খতিয়ে দেখতে গবেষণার নির্দেশ দেয়া হয়েছে। অপর আদেশে বৈদেশিক বাণিজ্য ঘাটতি কিংবা কোনো আইনে মার্কিন শ্রমিকদের স্বার্থ ক্ষুণœœ হচ্ছে কিনা তা পর্যালোচনা করতে বলা হয়েছে। মার্কিন কর্মকর্তারা অবশ্য জানিয়েছে, চীনের জন্য এই নির্বাহী আদেশ দেয়া হয়নি। তবে চীনের কারণেই যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বাণিজ্য বৈষম্যের শিকার হচ্ছে বলেও তারা উল্লেখ করেন। গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প ওই দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। সামনের সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার আগেই এসব আদেশ জারি করা হলো। ট্রাম্প বলেছেন, এসব পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনের পরিবেশ ফিরে আসবে। বিশেষ করে দেশটির যে বিশাল বৈদেশিক বাণিজ্য ঘাটতি রয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে, তা মোকাবিলায়ও তা সহায়ক হবে বলেও তিনি দাবি করেন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের আইনে এমন কিছু কড়াকড়ি আরোপ করা হতে পারে, যার ফলে, বিদেশি পণ্য নির্মাতারা আর তাদের পণ্য অন্যায্য দামে এখানে বিক্রি করতে পারবে না। এর ফলে অর্ধ লক্ষ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি মোকাবিলা করা সম্ভব হবে বলেও তিনি আশা করছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস বাণিজ্য খাতে ট্রাম্পের পদক্ষেপ সম্পর্কে বলেন, এসব পদক্ষেপের ফলে বিশ্ববাসী দেখবে, তিনি এমন এক প্রেসিডেন্ট, যিনি তার নির্বাচনী প্রতিশ্রæতি রক্ষা করেন। উল্লেখ্য, ২০০৬ সাল থেকেই যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পায়। তবে তা রেকর্ড পর্যায়ে পৌঁছায় ২০১২ সালে। মার্কিন বাণিজ্য দফতর জানিয়েছে, ২০১৫ সাল থেকে অর্ধ লক্ষ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি আরো বেড়েছে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ