Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রিওতে নিরস্ত্র মানুষকে গুলির অভিযোগে ২ পুলিশ আটক

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের রিও ডি জানেরিওতে নিরস্ত্র ব্যক্তিদের গুলি করার ভিডিও প্রকাশের পর দুই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহত এক ব্যক্তির বোন বলেন, তারা আমার ভাইয়ের সঙ্গে কাপুরুষোচিত আচরণ করেছে। এমনিতেই সে পায়ে আঘাত পেয়ে আহতাবস্থায় ছিল। অসহায় অবস্থায় তাকে গুলি করা হয়। গত বৃহস্পতিবার পুলিশের অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তি নিহত হয়েছে। ওই অভিযানে ১৩ বছর বয়সী এক কিশোরীও নিহত হয়। রিও শহরের একটি বস্তিতে তার স্কুলের কাছে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাকে আঘাত করে। আহত ও অসহায় অবস্থায় সন্দেহভাজনদের গুলি করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া হয়। এতে দেখা যায় মাটিতে আহত অবস্থায় শুয়ে থাকা নিরস্ত্র দুই ব্যক্তিকে পুলিশ কর্মকর্তারা খুব কাছ থেকে গুলি করছে। এ সময় তাদের একজন প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে দুর্বল শরীর নিয়েই গুলি থেকে রক্ষার চেষ্টা করে। ব্রাজিলবাসী এই নির্মম ঘটনায় স্তম্ভিত হয়ে যায়। তবে কেউ কেউ পুলিশকেও সমর্থন করে। পুলিশের মুখপাত্র ইভান বøাজ স্থানীয় গণমাধ্যমকে জানান, ওই কর্মকর্তারা দুর্ধর্ষ অপরাধীদের মোকাবেলা করছিল। তিনি বলেন, তারা ছোটখাটো চোরের বিরুদ্ধে অভিযানে যায়নি। তাদের প্রতিপক্ষরা রাইফেলধারী ছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ