মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অধিকৃত পশ্চিমতীরে নতুন করে বসতি স্থাপনে ইসরাইল সরকারের অনুমোদনকে ভর্ৎসনা করে বলেছে, ফিলিস্তিনিদের কাছ থেকে চুরি করা ভূমিতে ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুত্রেজের মুখপাত্র বলেন, মহাসচিব এতে ক্ষুব্ধ হয়েছেন এবং হুঁশিয়ার করে বলেছেন, গত বৃহস্পতিবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিপরিষদ নতুন করে বসতি স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক আইনের পুরোপুরি লঙ্ঘন। কারণ এ ভূমি তারা ফিলিস্তিনিদের কাছ থেকে চুরি করে নিয়েছে। এতে চলমান শান্তি প্রক্রিয়া বিঘিœত হবে। মুখপাত্র স্টেফান দুজারিক শুক্রবার বলেন, মহাসচিব জোর দিয়ে বলেছেন- ইসরাইলি ও ফিলিস্তিনিদের একসঙ্গে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বসবাসের কোনো সুযোগ নেই। শান্তি প্রক্রিয়াকে বিঘিœত করে, এমন সব কর্মকান্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, দুটি রাষ্ট্রের বিকল্প কোনো কিছু চিন্তা করলে তা শান্তি প্রক্রিয়াকেই কেবল বিঘিœত করবে। ইসরাইল সম্প্রতি রামাল্লার কাছাকাছি এমেক সিলোতে নতুন করে বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে জাতিসংঘ নিন্দা জানিয়ে ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলকে নির্মাণকাজ বন্ধ রাখতে বলে। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাজধানী হিসেবে যে স্থানটিকে বিবেচনা করছে, সেখানে ইসরাইলের এ ধরনের বসতি স্থাপন শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা। ইসরাইলের এ ধরনের কর্মকান্ডের নিন্দা জানাচ্ছে ফিলিস্তিনি নেতৃবৃন্দ, আন্তর্জাতিক অধিকার রক্ষা গ্রæপ ও কর্মীরা। ফিলিস্তিনের সিনিয়র কর্মকর্তা সায়েব ইরকাত বলেন, ইসরাইল অব্যাহতভাবে শান্তি প্রক্রিয়া নস্যাৎ করে যাচ্ছে। পশ্চিমতীরে ইসরাইলের বসতি স্থাপনের বিরুদ্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তেমন কিছু করছে না বলেও তিনি অভিযোগ করেন। এভাবে অপরাধমূলক কর্মকান্ড ঘটতে থাকলে শান্তি অর্জন সম্ভব নয়। আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।