Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যের জন্য ব্রেক্সিটই বড় শাস্তি : টাস্ক

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার জন্য যুক্তরাজ্যকে শাস্তি দিতে চান না বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। তিনি বলেন, ব্রেক্সিটই যুক্তরাজ্যের জন্য যথেষ্ট শাস্তি। দুই বছরের ব্রেক্সিট আলোচনার খসড়া নির্দেশিকা প্রকোশের সময় গত শুক্রবার মাল্টায় এক সংবাদ সম্মেলনে টাস্ক একথা বলেন। তার খসড়াটি ইইউ’র বাকি ২৭ সদস্যর কাছে পাঠানো হয়েছে। এ খসড়ায় বলা হয়েছে, প্রাথমিক ব্রেক্সিট চুক্তিতে যথেষ্ট অগ্রগতি হওয়ার পরই কেবল ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ভবিষ্যৎ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে পারবেন। টাস্ক বলেন, আলোচনার প্রাথমিক পর্যায়েই ব্রিটেনকে শাস্তি দেয়ার চেষ্টা ইইউ নেবে না। তিনি বলেন, আমরা শাস্তিমূলক পদক্ষেপ নেব না। কারণ, ব্রেক্সিট প্রক্রিয়াটিই যুক্তরাজ্যের জন্য যথেষ্ট শাস্তিমূলক ব্যাপার। তবে শাস্তি দিতে চান না বললেও শর্তসাপেক্ষে বাণিজ্য চুক্তি নিয়ে আলাপের কথা বলে ব্রেক্সিট আলোচনার জন্য ব্রিটেনকে কঠিন নীতিমালাই বেঁধে দিয়েছেন টাস্ক। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বাণিজ্যসহ সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই একসঙ্গে সমানতালে আলোচনা চালানোর অনুরোধ জানিয়েছিলেন ইইউকে পাঠানো চিঠিতে। কিন্তু টাস্ক তা নাকচ করে বাণিজ্য আলোচনাকে রেখেছেন সবার শেষে। বাণিজ্য আলোচনা শুরুর আগে প্রথম ধাপে অন্য আরো চারটি বিষয় নিয়ে আলোচনায় অগ্রগতি চান টাস্ক। এগুলো হচ্ছে, ব্রিটেনে ইইউ নাগরিক এবং অন্যান্য ইইউ দেশে ব্রিটিশ নাগরিকদের অধিকার রক্ষা, অর্থনৈতিক প্রতিশ্রæতি এবং দায়বদ্ধতার ভিত্তিতে ব্রিটেনের ব্রেক্সিট বিল তৈরি করা, ব্যবসায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনিশ্চয়তা এড়াতে পরিষ্কার একটি আইনি কর্মকাঠামো গড়ে তোলা এবং ইইউভুক্ত আয়ারল্যান্ড রিপাবলিক এবং যুক্তরাজ্যের অধীন উত্তর আয়ারল্যান্ডের মধ্যকার উন্মুক্ত সীমানা রক্ষার ব্যবস্থা। এ বিষয়গুলো নিয়ে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হলেই কেবল যুক্তরাজ্যের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের কর্মকাঠামো নিয়ে আলোচনা হতে পারে বলে জানান টাস্ক। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বাণিজ্যসহ সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই একসঙ্গে সমানতালে আলোচনা চালানোর অনুরোধ জানিয়েছিলেন ইইউকে পাঠানো চিঠিতে। কিন্তু টাস্ক তা নাকচ করে বাণিজ্য আলোচনাকে রেখেছেন কয়েকটি বিষয়ের পরে। বাণিজ্য আলোচনা শুরুর আগে প্রথম ধাপে অন্য চারটি বিষয় নিয়ে আলোচনায় অগ্রগতি চান টাস্ক। এ বিষয়গুলো নিয়ে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হলেই কেবল যুক্তরাজ্যের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের কর্মকাঠামো নিয়ে আলোচনা হতে পারে বলে জানান টাস্ক। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ