Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

প্যারাগুয়ের সংসদ ভবনে আগুন দিল ক্ষুব্ধ জনতা

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুনে জ্বলে উঠল প্যারাগুয়ের পার্লামেন্ট ভবন। প্রেসিডেন্ট হোরাসিও কারটেসকে আরেক মেয়াদে ক্ষমতায় টিকিয়ে রাখার অপচেষ্টা রুখতে ক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবনে আগুন দেয়। কারটেসকে আরেক মেয়াদে ক্ষমতায় টিকিয়ে রাখতে ওইদিন পার্লামেন্টে একটি বিলের ওপর ভোটাভুটি হচ্ছিল। ভোটাভুটি শেষে বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেয়। গত শুক্রবার পার্লামেন্ট ভবনের সামনে কয়েক হাজার বিক্ষোভকারীর সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা বেড়া ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। তারা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং ভবনে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে পুলিশ-বিক্ষোভকারী মিলিয়ে প্রায় ৩০ জন আহত হন। এর আগে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে সংবিধান পরিবর্তন নিয়ে সিনেটে উত্থাপিত একটি বিলের উপর গোপনে ভোটাভুটি হয়। বিরোধী দল প্রগ্রেসিভ ডেমোক্র্যাটিক পার্টির অভিযোগ, ওই বিল পাসের মধ্য দিয়ে প্রেসিডেন্টের একনায়কতন্ত্র নিরঙ্কুশ করা হয়। প্রগ্রেসিভ ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর দেসিরি মাসি বলেন, এটি এক অভ্যুত্থান। আমরা তা প্রতিহত করব। আর আমাদের সঙ্গে মিলিতভাবে তা প্রতিহত করতে আমরা জনগণের প্রতি আহŸান জানাচ্ছি। আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ