Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

এক-তৃতীয়াংশ ভোটার ট্রাম্পের কাজ সমর্থন করে না : জরিপ

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক নতুন জরিপে দেখা যায়, ট্রাম্পের কার্যক্রমকে অসমর্থন জানিয়েছে এক-তৃতীয়াংশ ভোটার। তারা তার কার্যক্রমকে ব্যর্থ দাবি করে তাঁকে এফ গ্রেড দিয়েছে। ম্যাকক্লাচি-মারিস্ট জরিপ অনুযায়ী মাত্র ৩৮ শতাংশ ভোটার ট্রাম্পের কার্যক্রমের প্রতি সমর্থন জানায় এবং ৫১ শতাংশ ভোটার এই কার্যক্রম অসমর্থন করে। ট্রাম্পের কার্যক্রমকে গ্রেডের ভিত্তিতে নির্বাচন করতে বলা হলে ৩২ শতাংশ ভোটার ট্রাম্পেকে এফ গ্রেড দেয়। অন্যদিকে ২২ শতাংশ তাঁকে বি গ্রেড, এবং ১৫ শতাংশ তাঁকে অন্যান্য গ্রেড দেয়। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর করা জরিপে দেখা যায় ভিন্ন একটি চিত্র। ২০০৯ সালে ক্ষমতায় আরোহনের ১০০ দিনের মধ্যে ৫৮ শতাংশ ভোটার তাঁকে এ এবং বি গ্রেড দিয়েছিল। অপরদিকে মাত্র ১১ শতাংশ তাঁকে এফ দিয়েছিল। এই জরিপটিতে দেখা যায়, অধিকাংশ ভোটার ট্রাম্পকে তার নীতির বদলে তার ব্যক্তিত্বের ওপর ভিত্তি করে অসমর্থন করেন। সূত্র : দ্য হিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ