Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিসিবি’র প্রস্তাব প্রত্যাখ্যান বিসিবি’র

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বহনকারী বাসের সশস্ত্র সন্ত্রাসী হামলায় দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে চায় না এখন আর কেউ। জিম্বাবুয়ে মোটা অংকের প্রলোভনে পাকিস্তান সফর করলেও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিতে অন্যরা উদ্বিগ্ন। তবে নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে বাংলাদেশ দলকে আগামী মাসে ২ ম্যাচের টি-২০ সিরিজ আমন্ত্রণ জানিয়ে প্রকারান্তরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অন্য স্বার্থ হাসিল করতে চাইছে, তা স্পষ্ট হয়ে উঠেছে। আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা পাকিস্তানের। আইসিসি’র এফটিপিতে থাকা সেই সিরিজে অংশ নেয়ার আগে নুতন করে টালবাহানা শুরু করেছে পিসিবি। গত মাসে লাহোরে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনাল দেখতে পিসিবি’র আমন্ত্রণে বিসিবি’র যে নিরাপত্তা প্রতিনিধি (মেজর এ কে এম অনিসুদ দৌলা) পাকিস্তান সফর করেছেন, তার রিপোর্টে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট হতে পারেননি বিসিবি, এমনটাই ক্রিকইনফোকে জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসÑ ‘রিপোর্টটি সন্তোষজনক নয় বলে আমরা দল সিদ্ধান্ত নিতে পারছি না।’
তবে পিএসএল’র ফাইনালে পাঁচ স্তরের নিরাপত্তা, বুলেট প্রæফ টিম বাস দিয়ে যেখানে নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট পিসিবি। এ মাসে আইসিসি’র সভায় নিরাপত্তা উপদেষ্টা সীন নরিসের রিপোর্টের দিকে তাকিয়ে পিসিবি, তখন বিসিবি’র এই রিপোর্ট শুনে মাথায় হাত উঠেছে তাদের। পরিস্থিতির মুখে পিসিবি’র চেয়ারম্যান বিসিবি’র কাছে আর্থিক ক্ষতিপূরণের দাবি আইসিসিতে তুলবেন বলে জানিয়েছেনÑ ‘আমরা বাংলাদেশকে আতিথ্য দিতে চেয়েছি। তবে সুযোগটি এখন আলো দেখছে না। আমাদের কিছু বন্ধু পাকিস্তান সফর করার কথা ভাবছে। তবে তাদের কাছে যতোটা না নিরাপত্তা ইস্যু হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে রাজনৈতিক ভাবনা। আইসিসি’র সভায় আমি পাকিস্তান সফরে না আসায় আমি বাংলাদেশের কাছে আর্থিক ক্ষতিপূরন চাইব।’
২০১৫ সালে বাংলাদেশ সফরে পাকিস্তান ক্রিকেট দল পাঠিয়ে বিসিবি’র কাছ থেকে ৩ লাখ ২৫ হাজার ডলার আর্থিক ক্ষতিপূরণ আদায়ের অতীত থেকেই সাহস পাচ্ছে পিসিবি!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ