Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্ত’র শ্রেষ্ঠত্বে শেষ জাতীয় ভারোত্তোলন

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসের স্বর্ণকণ্যা মাবিয়া আক্তার সীমান্তর শ্রেষ্ঠত্বেই শেষ হলো এআরকে গ্রæপ ৩৫তম পুরুষ ও ১২তম মহিলা জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। গতকাল বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে তিন দিনব্যাপী প্রতিযোগিতার শেষ দিনে রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন সীমান্ত। তিনি নারীদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে সব মিলিয়ে ১৭২ কেজি তুলে রেকর্ড গড়েন। ক্লিন অ্যান্ড জার্কে ২০১৪ সালে শাহরিয়া সুলতানা সূচি ৯৩ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন। এবার সূচির রেকর্ড ভেঙে ৯৭ কেজি তোলেন সীমান্ত। শুধু তাই নয়, স্ন্যাচে ৭৫ কেজি তুলে ২০১৫ সালে নিজের গড়া রেকর্ড (৭২কেজি) ভাঙেন বাংলাদেশ আনসারের এসএ গেমস স্বর্ণজয়ী এই ভারোত্তোলক। স্ন্যাচ (৫৩কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (৬৫) মিলিয়ে ১১৮ কেজি তুলে এই ওজনশ্রেণিতে রৌপ্যপদক পান সেনাবাহিনীর মনিরা আক্তার।
জাতীয় ভারোত্তোলনে রেকর্ড গড়ে সোনা জিতলেও এবার কোনো আর্থিক পুরস্কার পাচ্ছেন না সীমান্ত। কারণ ফেডারেশন কোন আর্থিক পুরষ্কারের ব্যবস্থা রাখেনি। যে কারণে হতাশ এই স্বর্ণকণ্যা। রেকর্ড গড়ে স্বর্ণ জয় করে উচ্ছ¡সিত সীমান্ত বলেন,‘আসলে প্রথমে রেকর্ড গড়ার লক্ষ্য ছিলো না। কিন্তু পরে ভাবলাম যদি স্বর্ণ জয়ের লক্ষ্যেই খেলি, তাহলে জাতীয় রেকর্ডটা ভাঙতে পারব না। আমি যে সেরা, তাও প্রমাণ করা হবে না। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যই রেকর্ড গড়েছি। চিন্তায় ছিল ফেডারেশন রেকর্ড মানি না দিলেও আমি রেকর্ড গড়ব।’ তিনি আরো বলেন,‘ রেকর্ড গড়ে স্বর্ণ জিততে পারায় খুবই ভালো লাগছে। কিন্তু আত্মতুষ্টিতে ভুগব না। ২০২০ সালের টোকিও অলিম্পিককে সামনে রেখে প্রস্তুতি নিতে হবে। এখন অলিম্পিকে খেলাই আমার একমাত্র লক্ষ্য।’
শেষ পর্যন্ত সীমান্তর আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো ফেডারেশন কোন রেকর্ডমানি দেয়নি। প্রতিবার জাতীয় পর্যায়ে রেকর্ড গড়ার জন্য ফেডারেশন ভারোত্তোলকদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়। কিন্তু এবার তা দেয়া হয়নি। তবে প্রতিটি ইভেন্টে তিন পদকজয়ীর জন্য আর্থিক পুরস্কার রেখেছে তারা। স্বর্ণপদক জয়ীরা ৩ হাজার, রৌপ্য ২ ও ব্রোঞ্জপদক জয়ীরা এক হাজার টাকা করে প্রাইজমানি পেয়েছেন এবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ