Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৮ দলের বিশ্বকাপে ১৬টি-ই ইউরোপের

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত জানুয়ারিতে প্রস্তাব পাশ হয়েই আছে- ২০২৬ সালের বিশ্বকাপে ৩২টি থেকে দলের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৮টিতে। এবার সেই ৪৮টি দলের বিশ্বকাপে কোন অঞ্চল থেকে কয়টি করে দল খেলবে তার একটি পরিকল্পনা ঘোষণা করেছে ফিফা। গতকাল ঘোষিত ঐ পরিকল্পনায় ইউরোপ থেকে সর্বোচ্চ ১৬টি দেশ নেয়ার কথা বলা হয়েছে। ওশিয়ানিয়া অঞ্চল থেকে সরাসরি একটি দলকে সুযোগ দেয়ার প্রস্তাব রাখা হয়েছে এতে। প্রস্তাব করা হয়েছে ছয় দেশ নিয়ে একটি প্লে-অফ টুর্নামেন্টের, যেটি থেকে চূড়ান্ত পর্বে উঠবে দুটি দল। আগামী মে মাসে বাহরাইনে ফিফার কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব পেশ করা হবে। ইউরোপের ১৬টি ছাড়া আফ্রিকার ৯টি, এশিয়ার ৮টি, দক্ষিণ আমেরিকার ৬টি, কনকাকাফের ৬টি ও ওশিয়ানিয়ার ১টি দলের প্রস্তাব রাখা হয়েছে। আর স্বাগতিক দেশ স্বয়ংক্রিয়ভাবেই চূড়ান্ত পর্বে খেলবে। তাই দেশটি যে অঞ্চলের হবে সে অঞ্চল থেকে একটি দল কমবে। প্রস্তাবনায় একেবারেই নতুন হলো বাকি দুইটি দেশ বেছে নেয়ার প্রক্রিয়াটা। প্লে অফের এই টুর্নামেন্টে খেলবে ছয়টি দল- ইউরোপ ছাড়া বাকি পাঁচ অঞ্চলের ৫টি এবং স্বাগতিক দল যে অঞ্চলের সেই অঞ্চল থেকে বাড়তি একটি। বিশ্বকাপের মূলপর্বের আগে নভেম্বরের দিকে স্বাগতিক দেশেই টুর্নামেন্টটি হবে। বর্তমানে ইউরোপ থেকে ১৩টি, আফ্রিকার পাঁচটি, এশিয়া ও দক্ষিণ আমেরিকার চারটি ও কনকাকাফ অঞ্চল থেকে তিনটি দল বাছাইপর্ব থেকে সরাসরি মূল পর্বে খেলে। এশিয়া ও দক্ষিণ আমেরিকা, কনকাকাফ ও ওশিয়ানিয়া অঞ্চল থেকে দুটি প্লেঅফের মাধ্যমে আরও দুটি দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ