মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সমর-সরঞ্জাম ও মারণাস্ত্রের সন্ধানে ইসরাইলের দিকে ঝুঁকছে ভারত
ইনকিলাব ডেস্ক : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়ার সঙ্গে ভারতের সামরিক বিমান চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারত-রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের সহযোগী হলেও সম্প্রতি রাজনৈতিক কারণে চীন-রাশিয়ার সঙ্গে ভারতের দূরত্ব সৃষ্টি হয়েছে। অন্যদিকে ইসরাইলের সঙ্গে ভারতের সম্পর্ক উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছেছে ক্ষমতাসীন বিজেপি সরকারের আমলে। এরই ধারাবাহিকতায় ক‚টনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি সামরিক খাতেও দুই সরকারের সহযোগিতা ক্রমেই বাড়ছে। তেল আবিব প্রশাসনের সঙ্গে দিল্লির এমন সম্পর্কের ক্ষেত্রে ভারতের সংখ্যালঘু মুসলমানদের তীব্র আপত্তি থাকলেও ভোটের মাঠে বড় অবদান না থাকায় দৃশ্যত সেটা আমলে নিচ্ছে না বিজেপি সরকার।
সম্প্রতি একজন ঊর্ধ্বতন রুশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ সংস্থা তাস এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বাতিল হতে যাওয়া এই চুক্তির অধীনে ভারতীয় এবং রুশ বিমানবাহিনীর জন্য ইউএসি/হাল-২১৪ নামে একটি নতুন মাঝারি বিমান উন্নয়ন এবং উৎপাদন করার লক্ষ্য ছিল। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ। অস্ত্র রপ্তানিতে ইসরাইলের অবস্থান বিশ্বে নবম স্থানে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ভারতের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় এই সম্পর্ককে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছে ইসরাইল প্রশাসন। এরই ধারাবাহিকতায় ইসরাইল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধ-সরঞ্জাম কেনার প্রস্তুতি নেয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে। গত ২৮ মার্চ রুশ সংবাদ সংস্থা স্পুটনিকের এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইল থেকে ভারত ১০০ কোটি ডলার মূল্যের ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা হাতে নিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েক হাজার নতুন ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে ইসরাইলের রাষ্ট্রীয় মালিকানাধীন রাফায়েল ডিফেন্স কোম্পানির সঙ্গে এরই মধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাইয়ের জন্য এই প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে পাঠিয়েছে। সেটি দ্রæতই অনুমোদন হতে পারে বলে ডিফেন্স নিউজ এক প্রতিবেদনে উল্লেখ করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী মাসের পর যে কোনো সময় চুক্তিটি স্বাক্ষর হতে পারে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, চুক্তির মূল উপাদানের একটি হলোÑ ইসরাইল ভারতের কাছে মেধাস্বত্ব অধিকার হস্তান্তর করবে। বিশেষ করে, চুক্তির একটি দফায় উল্লেখ করা হয়েছে, ভারত পরে আরও দেড় হাজার লঞ্চার সিস্টেম এবং ৩০ হাজার ক্ষেপণাস্ত্র তৈরি করার অধিকার পাবে। স্পাইক ক্ষেপণাস্ত্রটি ভ‚মি থেকে ভ‚মিতে শত্রæ ট্যাংকে আঘাত হানতে সক্ষম। যেটা ইসরাইলে উদ্ভাবন করা হয়েছে। একে ফায়ার অ্যান্ড ফরগেট ক্ষেপণাস্ত্রের মডেল হিসেবে গণ্য করা হয়। তবে কিছু কিছু ধরনের স্ট্রাইক ক্ষেপণাস্ত্রে ফায়ার, অবজার্ভ অ্যান্ড আপডেট মডেলের ইউজার গাইড যুক্ত করা হয়েছে। রাশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস মানুতরভ জানান, ভারত ও রাশিয়া উভয় দেশই লাভজনক একটি সমাধান খুঁজতে ব্যর্থ হয়েছে। তিনি উল্লেখ করেন, সব প্রকল্প ভালো ফল বয়ে আনতে পারে না। দ্য ডিপ্লোম্যাট, স্পুটনিক, তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।