মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আদালতের নির্দেশে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিবিসির খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার একটি আদালত পার্কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করার পর স্থানীয় সময় গতকাল শুক্রবার প্রথম প্রহরে ৬৫ বছরের পার্ককে রাজধানী সিউলের দক্ষিণের একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। ব্যক্তিগত লাভের লক্ষ্যে বান্ধবীকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করেছেন এমন অভিযোগে গতবছরের মাঝামাঝি সময়ে সংসদে ও রাজপথে পার্কের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের পক্ষে রায় দেয় পার্লামেন্ট। মার্চে দেশটির সাংবিধানিক আদালত ওই রায় বহাল রাখে। পার্ক নিজের দুর্নীতির প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারেন এই কারণ দেখিয়ে দক্ষিণ কোরিয়ার কৌসুঁলির কার্যালয় থেকে সিউল আদালতে পার্কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। যদিও যাবতীয় দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পার্ক। পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রæতিও দিয়েছেন তিনি। ইয়োনহাপ নিউজ এজেন্সির খবর অনুযায়ী, পার্ক দক্ষিণ কোরিয়ার তৃতীয় সাবেক প্রেসিডেন্ট যাকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হলো। গত বৃহস্পতিবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে প্রায় নয় ঘণ্টার শুনানি শেষে আদালত পার্কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের রায়ে বলা হয়, পার্কের বিরুদ্ধে আনা প্রধান অভিযোগগুলো ন্যায্য এবং যেহেতু এখানে প্রমাণ নষ্ট করার ঝুঁকি রয়েছে তাই তাকে গ্রেফতার প্রয়োজন এবং সমর্থনযোগ্য। টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা যায়, কালো রঙের একটি সেডান গাড়িতে করে কৌসুঁলির কার্যালয়ে অপেক্ষারত পার্ককে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। মধ্যরাতের পরপর পার্কে নিয়ে যাওয়া হলেও ওই সময় কৌসুঁলির কার্যালয়ের সামনে তার প্রায় ৫০ জন সমর্থক জাতীয় পতাকা হাতে নেতার মুক্তির দাবি জানান। পার্কের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, সরকারি তথ্য ফাঁস, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগ আছে। যদিও বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। তাকে সম্প্রতি দেশটির সাংবিধানিক আদালত বরখাস্ত করেন। দুর্নীতির কেলেঙ্কারির জেরে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পাস হওয়ার পর দীর্ঘ শুনানি শেষে আদালত ওই রায় দেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।