Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্রেক্সিট ভোটের সিদ্ধান্ত সঠিক ছিল : ক্যামেরন

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ফলাফল যা-ই হোক না কেন, ব্রেক্সিট গণভোট আয়োজনের সিদ্ধান্ত সঠিক ছিল। ইউক্রেন সফরকালে তিনিএ কথা বলেন। ব্রিটেনে ব্রেক্সিট গণভোট অনুষ্ঠিত হয় গত বছর ২৩ জুন। বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে বুধবার আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রেক্সিট আলোচনা শুরু করায় এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্যামেরন। তিনি বলেন, বছরের পর বছর জোট ত্যাগের বিষয়টি ব্রিটিশ রাজনীতিকে কলুষিত করে আসছিল। পূর্ববর্তী সরকারগুলো গণভোট আয়োজনের অঙ্গীকার করা সত্তে¡ও তা বাস্তবায়িত করেনি। ২০১৫ সালের নির্বাচনী ইশতেহারে ইইউ ত্যাগে গণভোট আয়োজনের অঙ্গীকার করে ক্যামরনের কনজারভেটিভ পার্টি। তাই ব্যক্তিগতভাবে ব্রেক্সিট-বিরোধী হয়েও গণভোটের আয়োজন করেন ক্যামেরন। তিনি বলেন, দেশবাসীর কাছে আমি গণভোট আয়োজনের অঙ্গীকার করেছিলাম। তাই ব্রেক্সিট ভোটের আয়োজনকে আমি সঠিক সিদ্ধান্ত বলেই মনে করি। উল্লেখ্য, গণভোটে ৫২ শতাংশ ব্রিটেনবাসী ব্রেক্সিটের পক্ষে এবং ৪৮ শতাংশ বিপক্ষে ভোট প্রদান করার কয়েক ঘণ্টার মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। গণভোটের ফল আশানুরূপ না হওয়ায় এ সিদ্ধান্ত নেন তিনি। তবে ক্যামেরন মনে করেন, জনগণের সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন টেরিসা মে। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ