Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউ’র আইন বদলে নিজস্ব আইন প্রণয়নের রূপরেখা যুক্তরাজ্যের

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন বদলে নিজস্ব আইন প্রণয়নের পরিকল্পনার রূপরেখা দিয়েছে ব্রিটিশ সরকার। ইইউভুক্ত দেশ হিসেবে এতদিন ইইউ আইন মেনে চলছিল যুক্তরাজ্য। এখন ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার কারণে আইনগুলোও বদলাতে হচ্ছে। গ্রেট রিপিল বিল নামক একটি প্রস্তাবের মধ্য দিয়ে সব ইইউ আইনের অবসান ঘটিয়ে ব্রেক্সিট আইন বা ব্রিটিশ আইন চালুর পথে এগুবে সরকার। শ্রমিকদের অধিকার থেকে শুরু করে পরিবেশের অধিকার পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে হাজার হাজার ইইউ আইন আছে যেগুলো যুক্তরাজ্যের দেশীয় আইনে বদলে ফেলতে হবে। ব্রেক্সিট মন্ত্রী ডাভিস ডাভিস বলেছেন, গ্রেট রিপিল বিলের আওতায় যুক্তরাজ্যের পার্লামেন্ট, ওয়েলস, স্কটিশ এমনকি উত্তর আয়ারল্যান্ড প্রশাসনও ইইউ আইন বাতিল করা, সংশোধন করা কিংবা আইনের উন্নয়ন ঘটানোর সুযোগ পাবে। তবে তিনি এও বলেন, ইইউ আইনগুলোর পরিবর্তন হয়ত রাতারাতি হবে না। ফলে ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যে ওই আইনগুলোর প্রভাব অনেকদিন ধরে থাকতে পারে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ