Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পুঁজিবাজারে ব্যাংক খাতে ব্যাপক পতন

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্যাংক খাতের পতনের কারণে বুধবারের চেয়ে গতকাল উভয় বাজারে সূচক ও লেনদেন কমেছে। গতকাল লেনদেনের শুরুতেই ব্যাংক খাতের দাপটে বিক্রির চাপ বেড়ে যায়। তবে সময় বাড়ার সাথে সাথে কিছুটা কমতে থাকে এ খাতের দাপট। লেনদেনে এ খাতের আধিপত্য থাকলেও ব্যাংকের বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে।
গতকাল ব্যাংক খাতের ৩০ কোম্পানির মধ্যে দর হারিয়েছে ২২টি, বেড়েছে ৬টির ও আগের অবস্থানে রয়েছে দুই ব্যাংক। বৃহস্পতিবার দর হারানোর র্শীষে ছিল সিটি ব্যাংক। এছাড়া এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩১৭ কোটি ৪০ লাখ টাকার।
সংশ্লিষ্টরা বলছে, ডিসেম্বরে ব্যাংকের অর্থবছর শেষ ধরা হয়। এ ফলে গত দুই মাস ধরেই এ খাত এককভাবে আধিপত্য ধরে রেখেছে বাজারে। ইতিমধ্যে বেশিরভাগ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। অনেক কোম্পানির রেকর্ড ডেটও শেষ হয়েছে। ব্যাংকের শেয়ার দাম অনেক বেড়ে গেছে। সব মিলিয়ে বিনিয়োগকারীরা ব্যাংক খাতের শেয়ার থেকে সরে যাচ্ছে বলেও তারা মন্তব্য করেন। এর ফলে গতকাল বাজারে সূচক ও লেনদেন পতন হয়েছে।
ডিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ৬৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ২০ দশমিক ৭০ পয়েন্ট কমেছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৭৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২১৮ কোটি ৩৩ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮১৭ কোটি ৪৮ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ১৩৪ কোটি ৮৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩১৭ কোটি ৪০ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৩ পয়েন্টে এবং ৯ দশমিক ১৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৯০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো লংকা-বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, বেক্সফার্মা, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল পলিমার, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক এবং ইফাদ অটোমোবাইল। দরবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- ফাইন ফুডস, ডেল্টা ব্যাংক হাউজিং, ফিনিকাস ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, হাক্কানী পাল্প, বারাকা পাওয়ার, কেডিএস এক্সেসরিস, শাশা ডেনিমস, আইসিবি ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো সিটি ব্যাংক, সান লাইফ ইন্সুরেন্স, বে-লিজিং এইচআর টেক্সটাইল, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, গেøাবাল ইন্সুরেন্স, ইউনাইটেড ইন্সুরেন্স ও ন্যাশনাল হাউজিং। অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬৭ কোটি ৭৫ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৮৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২৫ কোটি ৭০ লাখ টাকার বেশি।সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২০ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১০ হাজার ৭৫৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৬ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১৭ হাজার ৭৩৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩১৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৪৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ঢাকা ব্যাংক, বিএসআরএম স্টিল, বেক্সফার্মা, বেক্সিমকো লিমিটেড, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং লংকা-বাংলা ফাইন্যান্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ