Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগদাদে চেকপয়েন্টে আত্মঘাতী হামলায় ১৭ জন নিহত

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে পুলিশের একটি নিরাপত্তা চেকপয়েন্টে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন ১৭ জন। আহত হয়েছেন আরো অন্তত ৬০ জন। বাগদাদ পুলিশ জানায়, স্থানীয় সময় গত বুধবার বাগদাদের দক্ষিণাঞ্চলে পুলিশের একটি নিরাপত্তা চেকপয়েন্টে হামলাকারী একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায়। এ সময় গাড়িটির তেলের ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ১৭ জন। আহত হয় আরো অন্তত ৬০ জন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। প্রসঙ্গত, সা¤প্রতিক সময়ে বাগদাদসহ ইরাকের বিভিন্ন অঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা একই রকম হামলা চালিয়ে আসছে। তাই এ হামলার পেছনে আইএস জড়িত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হামলার পরে সমগ্র এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবরে বলা হয়, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে ইরাকের সরকারি বাহিনী। এ অভিযানে তাদের সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় এলাকাসহ শহরটির বড় একটি অংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে মসুলে আইএসের বিরুদ্ধে জোরদার হামলা চলছে। অপর এক খবরে বলা হয়, হামলাকারী বিস্ফোরক ভরা একটি তেলের লরি চালিয়ে এনে রাজধানীর দক্ষিণের ওই তল্লাশিচৌকিটিতে বিস্ফোরণ ঘটায়। ইরাকে আইএসের শহরকেন্দ্রিক শেষ শক্তিকেন্দ্র মসুল পুনরুদ্ধারে ইরাকি বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার পর জঙ্গিগোষ্ঠীটি ফের দেশটির বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা চালানো শুরু করে। বুধবারের হামলাটিও সেই ধারাবাহিকার অংশ বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা ও সামরিক পরামর্শকদের সমর্থনে ইরাকি বাহিনী মসুল শহরের অধিকাংশ ও এর আশপাশের অনেক এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ