Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শতাধিক যাত্রী নিহতের আশঙ্কা

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভ‚মধ্যসাগরে ইউরোপগামী শরণার্থীবাহী একটি রাবারের নৌকা ডুবে গেছে। এ সময় নৌকাটিতে ১৫০ জন শরণার্থী ছিলেন। তাদের মধ্যে ১৬ বছর বয়সী একজন গাম্বিয়ান বালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের এখনো খোঁজ মিলেনি। মনে করা হচ্ছে নিখোঁজ সবাই মারা গেছেন। গত বুধবার আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। ঘটনার আগের দিন সাগরে একটি ফুয়েল ট্যাঙ্কের ওপর পড়ে থাকা গাম্বিয়ার ওই বালককে উদ্ধার করে আইভেন্টা নামের একটি জাহাজ। ওই জাহাজটি থেকে তাকে ইতালিয়ান কোস্ট গার্ডের হাতে তুলে দেওয়া হয়। পরে সেখান থেকে একটি স্প্যানিশ রণতরীতে করে গত বুধবার তাকে ইতালির সিসিলিয়ান দ্বীপপুঞ্জে পাঠিয়ে দেওয়া হয়। রোমে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মুখপাত্র ফ্লাভিও ডি জিয়াকোমো। তিনি বলেন, উদ্ধারকৃত বালকটি বলছে বাকি সবার মৃত্যু হয়েছে। তবে এখনও কিছুটা আশা রয়েছে যে, ইতালিয়ান কোস্ট গার্ড অন্যদের উদ্ধার করতে পারবে। নৌকাটিতে থাকা অন্যদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছে পরে জানা যাবে বলে মনে করা হচ্ছে। দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, গাম্বিয়ার ওই বালকের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, ডুবে যাওয়ার সময় রাবারের তৈরি নৌকাটিতে ১৫০ জন শরণার্থী ছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও গর্ভবতী নারীও ছিলেন। তারা সবাই সাব-সাহারান অঞ্চলের বাসিন্দা। তারা লিবিয়া উপকূল থেকে ইতালি হয়ে ইউরোপে প্রবেশের জন্য রওনা দিয়েছিলেন। আল-জাজিরা, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ