Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের সুরক্ষা দেয়ার আহ্বান

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারে রাষ্ট্রবিহীন মুসলমান সংখ্যালঘুদের সুরক্ষা দেয়ার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নবগঠিত সংগঠন এএসআরএ। সংগঠনটির সর্বাধিনায়ক আতা উল্লাহর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। উল্লেখ্য, গত বছরের শেষ দিকে এ গোষ্ঠীর আক্রমণের পরই রোহিঙ্গাদের ওপর অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে একটি পুলিশি সীমান্ত ফাঁড়িতে হামলার দায় স্বীকার করে নিয়েছে নবগঠিত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এএসআরএ)। এ হামলার পর পরই মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দমন অভিযান শুরু করে। এতে লক্ষাধিক রোহিঙ্গা দেশত্যাগে বাধ্য হন এবং হত্যা-নির্যাতনের শিকার হন। মিয়ানমারের বাইরে রোহিঙ্গা সংগঠকদের মধ্যে বিতরণ করা এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, আরাকানে (রাখাইন) রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিরক্ষা, মুক্তি ও সুরক্ষার দায়িত্ব পালন করছে এ সংগঠনটি। এএসআরএ জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে নিজেদের রক্ষা করার বৈধ অধিকার আমাদের রয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ