Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেক্সাসে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১২

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জ্যেষ্ঠ নাগরিকদের বহনকারী একটি গির্জার মাইক্রোবাসের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। গত বুধবার সান আন্তোনিও শহর থেকে ১৩০ কিলোমিটার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে টেক্সাসের অশ্বারোহী বাহিনী। দুর্ঘটনার সময় বাসটিতে ১৪ জন আরোহী ও পিকআপটিতে শুধু চালক ছিলেন। টেক্সাসের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সার্জেন্ট কনরাড হেইন জানিয়েছেন, কীভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। নিজেদের ফেইসবুক পেইজে নিউ ব্রায়ুনফেল্স শহরের ওই ব্যাপটিস্ট গির্জাটি জানিয়েছে, গির্জার সঙ্গে জড়িত একদল জ্যেষ্ঠ নাগরিক তিনদিনের এক সফর শেষে ফিরে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ