Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নয়াদিল্লিতে ৩ শতাধিক গোশতের দোকান বন্ধ করেছে শিবসেনা

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নবরাত্রি উপলক্ষে নয়াদিল্লির গুরগাঁওয়ে তিন শতাধিক গোশতের দোকান বন্ধ করে দিয়েছে হিন্দু উগ্রবাদী সংগঠন শিবসেনা। ব্যস্ত এলাকা সেক্টর ১৪তে অবস্থিত বিখ্যাত ফাস্টফুড চেইন কেএফসির একটি শাখাও বন্ধ করেছে তারা। হিন্দু স¤প্রদায়ের ধর্মীয় উৎসব নবরাত্রি। নয় দিনব্যাপী এ উৎসবে নিরামিষ খাওয়ার নিয়ম রয়েছে। এ উৎসব উপলক্ষে গত মঙ্গলবার গুরগাঁওয়ের সদরবাজার এলাকায় দিল্লি-গুরগাঁও মহাসড়কের ডান পাশে শিবসেনার সদস্যরা গোশতের দোকানে হানা দেয়। গত বুধবার সকালে তারা রাস্তার বাম পাশের গোশতের দোকানগুলো বন্ধ করতে বাধ্য করে। শিবসেনার জেলা কমিটির মুখপাত্র ঋতুরাজ জানান, অনেকেই নবরাত্রি পালন করছেন। তাদের অনেকেই প্রতি সপ্তাহের মঙ্গলবার উপোস থাকার সময় গোশত বিক্রি ও পরিবেশন দেখতে অস্বস্তি বোধ করছেন। দোকান বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, অনেক বিক্রেতাই শিবসেনাকে সহযোগিতা করেছেন। আর যারা বাধা দেয়ার চেষ্টা করেছেন, তাদের সঙ্গে আলোচনা করে বন্ধ করা হচ্ছে। যেসব দোকান বন্ধ করতে বাধ্য করা হয়েছে, সেগুলোর বেশির ভাগই বেআইনি বলে দাবি করেছেন ঋতুরাজ। তাদের অনেকেই গোশত বিক্রির সঠিক নিয়ম মেনে চলছিল না। এসব দোকানকে আগেই নোটিস দেয়া হয়েছিল বলেও জানান এই হিন্দু নেতা। কেএফসির একজন মুখপাত্র বলেছেন, একজন দায়িত্বশীল করপোরেট নাগরিক হিসেবে এখানে কেএফসি আইন মেনেই ব্যবসা করে। নবরাত্রি বা মঙ্গলবার উপলক্ষে দোকান বন্ধ রাখার কোনো নোটিস কর্তৃপক্ষ দেয়নি। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ