Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসুল অভিযানে বেসামরিক নাগরিক হত্যা ঠেকানো কঠিন : যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের মসুলে অভিযান চলাকালীন বেসামরিক নাগরিক যেন নিহত না হয় সে বিষয়ে নিজেরা খুবই সতর্ক বলে দাবি করেছেন এক সিনিয়র মার্কিন জেনারেল। তিনি বলেন, স¤প্রতি মসুলে মার্কিন বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, ১৭ মার্চের ওই ঘটনায় মার্কিন জোটের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে এই ঘটনায় আইএসেরও ভূমিকা রয়েছে বলে দাবি তাদের। স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সেদিন আল-জায়েদা জেলায় অন্তত ২৪০ জন বেসামরিক প্রাণ হারিয়েছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। জেনারেল জোসেফ ভোটেল বলেন, তারা একটি স্ট্যান্ডার্ড মেনে চলার চেষ্টা করেন, কিন্তু মসুলের মতো জনবহুল স্থানে এটা মেনে চলা খুবই কঠিন। তিনি বলেন, আমি মানছি যে এমন শহরে সবকিছু মেনে চলা খুবই কঠিন। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ভোটের আর্মড কমিটির বৈঠকে একথা বলেন। কর্মকর্তারা জানান, যুদ্ধ এখন খুবই মারণাত্মক অবস্থায় হওয়ায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি অনুমিতই ছিল। তবে যতই সতর্কতার দাবি করুক না কেন, এই ঘটনার জন্য মানবাধিকার সংগঠনগুলোর তোপের মুখেই পড়তে হয়েছে যুক্তরাষ্ট্রকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এত বেসামরিক নাগরিক নিহত হওয়ার ব্যাপারে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। ভোটেলের দাবি, বেসামরিক নাগরিকদের প্রতি যুক্তরাষ্ট্র সতর্কতা ও দুর্বলতার সুযোগ নিয়ে আইএস তাদের ব্যবহার করছে। এই বুধবারও মসুলের আল নুরি মসজিদের কাছেই আইএস ও ইরাকি পুলিশের গুলি বিনিময় হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ