Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

রাশিয়ার সংযোগ নিয়ে ২০ জনকে জিজ্ঞাসাবাদ করবে সিনেট কমিটি

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন নির্বাচনী ক্যাম্পেইনে রুশ সংযোগ খতিয়ে দেখতে ২০ জনকে জিজ্ঞাসা করতে যাচ্ছে সিনেট কমিটি। তবে তাদের পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন কমিটির রিপাবলিকান চেয়ারম্যান রিচার্ড বার। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ব্যাপারে নিশ্চিত করেছেন তিনি। গত বুধবার প্যানেলের শীর্ষ ডেমোক্রেট সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, তারা রাজনৈতিক দ্ব›দ্ব ভুলে এই কাজটি করবেন। বার বলেন, মার্ক এবং আমি হাতে হাত মিলিয়ে কাজটি করবো। শেষপর্যন্ত এই কাজের সফলতাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হোয়াইট জানায়, ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা কুশনার নিজে থেকেই জবাব দিতে রাজি হয়েছেন। ডিসেম্বরে হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা করেছেন। ওই ব্যাংকটি এক ইমেইল বিবৃতিতে আরও জানিয়েছে, তারা নিজেদের নীতিতে পরিবর্তন এনে ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। বার বলেন, আমি এমন কিছু করতে যাচ্ছি যা কখনোই করিনি। আমি ট্রাম্পকে ভোট দিয়েছি সত্যি। কিন্তু মার্কিন সিনেটে আার দায়বদ্ধতা আছে। তাই আমার ব্যক্তিগত মত এখানে প্রধান নয়। এদিকে কংগ্রেসের তদন্ত কমিটির প্রধান ডেভিন নুনেসকে সমর্থন জানিয়েছেন হাউস অব রিপ্রেজেন্টিটিভসের স্পিকার পল রায়ান। নুনেসকে ট্রাম্পপন্থী উল্লেখ করে যখন তীব্র সমালোচনা করা হচ্ছে, তখনই তার প্রতি সমর্থন জানালেন রায়ান। নুনেস স্পিকার পল রায়ান ও ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, রাশিয়া মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে এবং ডেমোক্যাটিক পার্টির ইমেইল হ্যাক করেছে। তবে রাশিয়া প্রথম থেকেই ওই মার্কিন দাবি অস্বীকার করে আসছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ