Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন পরমাণু পরীক্ষার প্রস্তুতি উ. কোরিয়ার

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন একটি পারমাণবিক পরীক্ষার প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে উত্তর কোরিয়া। উপগ্রহ চিত্র থেকে পাওয়া এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক সংস্থা। এর আগে একই ধরনের তথ্য জানায় মার্কিন সেনাবাহিনী। জন হপকিন্স ইউনিভার্সিটির ইউএস-কোরিয়া ইনস্টিটিউটের একটি প্রকল্প থার্টিএইট নর্থ জানিয়েছে, পরীক্ষা শুরু, বিস্ফোরণের উপাত্ত সংগ্রহ এবং উপাত্ত প্রক্রিয়াকরণের জন্য সম্ভবত এ সরঞ্জাম ব্যবহার করা হতে পারে। এদিকে শত্রæভাবাপন্ন দেশটির পারমাণবিক কেন্দ্র পর্যবেক্ষণের পর গত সপ্তাহে একই ধরনের সিদ্ধান্তের কথা জানায় মার্কিন সেনাবাহিনী। উপগ্রহ থেকে তোলা চিত্রে উত্তর কোরিয়ার পুঙ্গে-রি পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে চারটি বাহন বা সরঞ্জাম ট্রেইলারকে সবসময় উপস্থিত থাকতে দেখা গেছে। এছাড়া বাহনগুলো থেকে যোগাযোগের তার মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখা গেছে। পারমাণবিক অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখÐে আঘাত হানা যায়, এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিকাশের চেষ্টা করছে পিয়ংইয়ং। এ নিয়ে এ ধরনের পাঁচটি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যার মধ্যে গত বছর দুটি পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়া নতুন করে কোনো পরীক্ষা চালালে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ