Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্বের সব পরমাণু অস্ত্র ধ্বংস করে দেয়ার আহ্বান ইরানের

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের সব পরমাণু অস্ত্র ধ্বংস করে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলামআলি খসরু। বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার লক্ষ্যে গত মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানান তিনি। খসরু বলেন, গণ বিধ্বংসী অস্ত্রের অস্তিত্ব যে কতোটা বিপদজনক তা উপলব্ধি করতে পারে রাসায়নিক অস্ত্রের ভয়াবহ শিকার ইরান। পরমাণু অস্ত্রের বিপদ থেকে মানব জাতিকে রক্ষায় আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতায় অংশ নিতে ইরান প্রতিশ্রæতিবদ্ধ বলেও জানান তিনি। পরমাণু অস্ত্র বিস্তার বা এনপিটি চুক্তিতে সই করা দেশ ইরান এবং এর প্রতি অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। তিনি বলেন, এতে কার্যকর আলোচনার ভিত্তিতে পরমাণু নিরস্ত্রীকরণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বিশ্বে পরমাণু নিরস্ত্রীকরণের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, কোনো কোনো দেশ পরমাণু নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক চুক্তি এবং আহŸান উপেক্ষা করছে; এমন কি পরমাণু অস্ত্রের মজুদ বাড়িয়ে তুলেছে। পরমাণু অস্ত্র এবং পরমাণু সন্ত্রাস রোধের কোনো রাজনৈতিক সদিচ্ছা তাদের নেই বলে জানান তিনি। প্রেস টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ