Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেখালেখির পথের যাত্রী রুদ্র মাহফুজ

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এটিএন বাংলায় প্রচার হচ্ছে রুদ্র মাহফুজ রচিত প্রতিদিনের ধারাবহিক ‘লাইফ ইন এ মেট্রো’। ১ ফেব্রুয়ারি থেকে প্রচার শুরু হওয়া এই ধারাবহিকটি ইতিমধ্যে দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছে। নাটকটি পরিচালনা করছেন বিইউ শুভ। আগামী এপ্রিলের শেষ সপ্তাহ থেকে রুদ্র মাহফুজের লেখা ও সাখাওয়াত মানিক পরিচালিত ‘মেঘে ঢাকা শহর’ ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে। লিখছেন আরও দুটি নতুন ধারাবাহিক ‘সার্কেল’ ও ‘রূপকথা’। ঈদ সামনে রেখে লিখছেন, ‘মনে মনে প্রেম’, ‘ফটোগ্রাফ’, ‘প্রিয়জন’, ‘শ্যাডো অব মেমরিজ’, ‘ঠিকানা ভুল ছিল’, ‘হাইড স্টোরি’ ‘কাছাকছি পশাপাশি’, ‘বিফোর সানরাইজ’, ‘কবি ও রোদেলা দুপুর’, ‘লাভ ইন রেইন’। এছাড়া ‘পু®প’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও লিখছেন তিনি। রুদ্র মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন বেশ কয়েক বছর আগে। নাট্যকলা বিভাগে অধ্যয়নকালে সান্নিধ্যে আসার সুযোগ পান সৈয়দ জামিল আহমেদ, ইসরাফিল শাহীন এবং ওয়াহীদা মল্লিকের। একাডেমিক কারিকুলামের আওতায় অভিনয় করেছেন ইউলিয়াম শেক্সপীয়রের ‘ম্যাকবেথ’, ‘টেমিং অব দ্য শ্রু’, সফোক্লিসের ‘ইডিপাস’, এ্যারিস্টোফানিসের ‘ভেক’, মলিয়েরের ‘তার্ত্যুফ’, দিজেন্দ্রলাল রায়ের ‘সাজাহান’, হ্যারল্ড পিন্টারের, ‘দ্য রুম’, ইউজিন আয়নেস্কোর ‘চেয়ার’, শূদ্রকের ‘মৃচ্ছকটিক’, গেরহার্ট হপ্টম্যানের ‘দ্য উইভার্স’, হেরল্ড স্ক্রেফারের ‘শ্যাডো অন দ্য বীচ’, লুইজি ব্রায়াডের ‘আশ্চর্য সুন্দর এ বেঁচে থাকা’, হেইনার মুলারের ‘হ্যামলেট মেশিন’ এবং বার্টল্ট ব্রেখটের ‘দ্য মেজারস টেকেন’সহ বহু ইম্প্রোভাইভেশন ভিত্তিক নাট্য প্রযোজনায়। নিজের লেখা কাব্য নাটক ‘কিছু ঘাসফুল শুকিয়ে যায়’ নির্দেশনা দিয়েও একাডেমিকভাবে প্রসংশিত হয়েছেন। অধ্যয়নকালে নাটকে পারফর্ম করেছেন অথচ পরবর্তীতে অভিনয়ে নিয়মিত না হওয়ার কারণ সম্পর্কে রুদ্র মাহফুজ বলেন, ‘অভিনয়ে যে করিনি তা নয়। বেশ কটি টিভি নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। পরবর্তীতে নাটক লেখাতে বেশি মনযোগী হয়ে পড়ি। কারণ নাটকে অভিনয় করতে গেলে শুটিংএ বেশি সময় দিতে হয়, যা আমার পেশাগত কারণে সম্ভব নয়। নাট্যকলা বিভাগে অধ্যয়নকালেই টিভি নাটক লেখার প্রস্তাব পান রুদ্র মাহফুজ। কিন্তু পড়াশোনা ও সাংবাদিকতার কারণে টিভি নাটক লেখার তেমন একটা ইচ্ছে তার মনে জাগেনি। অবশেষে ২০১২-এর শেষের দিকে ঈদ-উল ফিতরে বিটিভির জন্য রুদ্র মাহফুজ লেখেন তার প্রথম টিভি নাটক ‘আত্মহনন ও অতঃপর’। এর কিছুদিন বিরতির পর লেখলেন ‘আজ শফিকের বিয়ে’, ‘কেন মিছে নক্ষত্ররা’, ‘চিঠি’, ‘ভালোবাসার কাছে ফেরা’, ‘তবুও ভালোবাসি’, ‘তৃষা’, ‘লাস্ট সামার’, ‘অপরাহ্ন’, ব্ল্যাক কফি’সহ আরো বহু নাটক। তার লেখা সর্বশেষ প্রচারিত টেলিফিল্ম ‘এক্সপ্রেশন অব লাভ’। আজকের অবস্থানে আসার পেছনে শিক্ষাগুরু অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের অবদান শ্রদ্ধার সাথে সব সময় মনে করেন তিনি। কারণ তার সান্নিধ্যে আসতে না পারলে জীবনকেই নতুনভাবে বুঝতে পারতেন না বলে জানান এ সময়ের ব্যস্ত সাংবাদিক-নাট্যকার রুদ্র মাহফুজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেখালেখির পথের যাত্রী রুদ্র মাহফুজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ