Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহের দুই অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর পড়ে ঝিনাইদহের দুইটি অসহায় পরিবারকে কিছু দানশীল মানুষ আর্থিক সহায়তা প্রদান করেন। গতকাল বুধবার সেই টাকা ঝিনাইদহ প্রেসক্লাবে রোগীর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সম্প্রতি কিডনি নষ্ট হওয়া ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর এলাকার রফিকুল ইসলামের দুর্দশার খবর ফেসবুকে ভাইরাল হলে দেশ-বিদেশ থেকে হাজারো মানুষ তার চিকিৎসার আশ্বাস দিয়ে ফোন করতে থাকেন। গতকাল বুধবার পর্যন্ত রফিকুলের পরিবার দেড় লাখের বেশি টাকা সহায়তা হিসেবে পেয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাবে এ উপলক্ষে টাকা হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজলের আহ্বানে রফিকুল ইসলামের পরিবারকে প্রায় ৩৮ হাজার টাকা প্রদান করা হয়। ঝিনাইদহ গোয়েন্দা (ডিবি) বিভাগের ওসি মো: দাউদ হোসেন ও লন্ডন প্রবাসী কিছু দানশীল মানুষ তাদের এই আর্থিক সহায়তা করেন। রফিকুল ইসলামের পক্ষে তার দুই কন্যা রুমু ও ঝুমু এই টাকা গ্রহণ করেন। এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাবেক সভাপতি ও ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, আমাদের সময়ের সাজ্জাদুল ইসলাম ও বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন উপস্থিত ছিলেন। একই সময় হার্টে ছিদ্র ধরা পড়া ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের কামারুজ্জামান বাবলুর ছেলে আনিচুজ্জামান আইনের আর্থিক সহায়তা হিসেবে পাওয়া পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। গড়াই পরিবহনের স্টাটার কামারুজ্জামান বাবলু জানান, ফেসবুক ও পত্রিকায় খবর প্রকাশের পর এ পর্যন্ত তিনি দশ হাজার টাকা পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রদান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ