Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে আত্মহত্যা অপরাধ নয়, বিল পাস

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাস হয়েছে মানসিক স্বাস্থ্য বিল। এই সমস্যা রয়েছে, এমন ব্যক্তির ক্ষেত্রে আত্মহত্যার ঘটনাকে অপরাধের মধ্যে রাখা হয়নি এই বিলে। এর পাশাপাশি যারা মানসিকভাবে সুস্থ নন, তাদের জন্যও বিলে চিকিৎসার কথা বলা হয়েছে। ভারতীয় দন্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি আত্মহত্যা করলে সেই ব্যক্তির মানসিক সুস্থতা বিচার করে তাকে অবসাদ থেকে বের করে আনার চেষ্টা হবে এবং শাস্তির বদলে চিকিৎসার ব্যবস্থা করা হবে। বিল অনুযায়ী, মানসিকভাবে অসুস্থ ব্যক্তির অধিকার রয়েছে সরকার প্রদত্ত চিকিৎসা ব্যবস্থার সাহায্য নেয়া। চিকিৎসায় সাম্যের পাশাপাশি সরকারের যে সব সুবিধা রয়েছে, তার ওপর একজন সাধারণ মানুষের মতোই পূর্ণ অধিকার রয়েছে অসুস্থ ব্যক্তিরও। এই বিলে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের আত্মহত্যার চেষ্টাকে ভারতীয় দন্ডবিধি অনুযায়ী অপরাধযোগ্য বলে ধরা হয়নি। এখন ভারতের মেন্টাল হেলথ রিভিউ কমিশন অ্যান্ড বোর্ড পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় ঠিক করবে। পাশাপাশি মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের অধিকার রক্ষার কাজেও সরকারকে পরামর্শ দেবে। ওয়ান ইনডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ