Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবামার পরিচ্ছন্ন জ্বালানি পরিকল্পনা বাতিল করবেন ট্রাম্প

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিচ্ছন্ন জ্বালানি পরিকল্পনা বাতিলের লক্ষ্যে একটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) প্রধান স্কট প্রুইট এ কথা জানান। টেলিভিশন চ্যানেল এবিসির সাপ্তাহিক অনুষ্ঠান দিস উইকে প্রুইট বলেন, কয়লানির্ভর কর্মসংস্থান ফিরিয়ে আনতে ওবামার ২০১৫ সালের পরিচ্ছন্ন জ্বালানি পরিকল্পনা বাতিল করা হবে। তিনি বলেন, পূর্ববর্তী প্রশাসন জীবাশ্ম-জ্বালানিবিরোধী নীতি অনুসরণ করলেও বর্তমান প্রশাসন তেমনটা করবে না। নির্বাচনী প্রচারণার সময়ই মার্কিন মুলুকে কর্মসংস্থান ফিরিয়ে আনার অঙ্গীকার করেন ট্রাম্প। সর্বশেষ এ পদক্ষেপের মাধ্যমে সেই অঙ্গীকারই পূরণ করছেন তিনি। কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি ট্রাম্পের এ আদেশ মার্কিনিদের বিদ্যুৎ বিলও কমাবে। তবে এ আদেশের মাধ্যমে ট্রাম্প নিজের কার্বন নিঃসরণ মাত্রা শিথিলের অঙ্গীকার পূরণ করলেও যুক্তরাষ্ট্রের জন্য ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির শর্ত পূরণ আর সম্ভবপর হবে না। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ