Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ট্রাম্পকে মিথ্যা বলা থেকে বিরত থাকার পরামর্শ জেব বুশের

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যে বলা থেকে বিরত থাকার পরামর্শ দিলেন জেব বুশ। তিনি নিজেই তার জীবনকে জটিল করে তুলছেন বলে মন্তব্য করেছেন দেশটির সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার সাবেক এই গভর্নর। স্থানীয় সময় রোববার ডবিøওএফওআর-সিবিএস ফোর চ্যানেলের ফেসিং সাউথ ফ্লোরিডা অনুষ্ঠানে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প সম্পর্কে এমন মন্তব্য করেন ২০১৬ সালে ট্রাম্পের কাছে প্রাথমিক মনোনয়নে পরাজিত রিপাবলিকান এই নেতা। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্প সম্পর্কে প্রথমবারের মতো মুখ খুললেন জেব বুশ। ওই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম দু’মাসের কার্যক্রমকে মূল্যায়ন করতে বলা বুশ বলেন, ফোনে আড়িপাতা বা এ ধরনের অভিযোগ এনে তিনি তার গুরুত্বপূর্ণ কাজকে অবহেলা করছেন। এর পরপরই তিনি পরামর্শের সুরে বলেন, যে কথার ভিত্তি নেই তা ট্রাম্পের পরিহার করা উচিত। এর মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে তার ভাবমূর্তিই ক্ষুণœ হচ্ছে কেবল। জেব বুশের মতে, ঢালাওভাবে মিথ্যাকে সত্য বলা ঠিক নয়। মানুষ যা শুনে, তাই বিশ্বাস করতে চায়। আর তাই আস্থার জায়গাটা নষ্ট হওয়া ক্ষতিকর। তা গণতন্ত্রের জন্যও হুমকিস্বরূপ বলে মনে করেন তিনি। মিয়ামি হেরাল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ