Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরোধী নেতা নাভালনির কারাদন্ড

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মস্কোয় সরকারবিরোধী বিক্ষোভের সময় এক পুলিশ কর্মকর্তার কথা অগ্রাহ্য করার অভিযোগে রাশিয়ার প্রধান বিরোধীদলের নেতা অ্যালেক্সাই নাভালনিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে আদালত। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিক্ষোভ সমাবেশ আয়োজন করায় আদালত নাভালনিকে ২০ হাজার রুবল (৩৫০ মার্কিন ডলার) জরিমানাও করেছে। নাভালনির আইনজীবী আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন নাভালনি। তার ডাকে রাশিয়ার প্রায় ৯৯টি শহরে গত রোববার বিক্ষোভ সমাবেশ হয়। ওইদিন রাজধানী মস্কোতে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিতে আসলে নাভালনিকে গ্রেপ্তার করা হয়। ক্রেমলিনের অভিযোগ, বিরোধীদল আইনভঙ্গ এবং নৃশংসতার উসকানি দিচ্ছে। অর্থের বিনিময়ে কম বয়সীদের বিক্ষোভ সমাবেশে নিয়ে আসা হয়েছে বলেও অভিযোগ তোলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পৃথক বিবৃতিতে নাভালনিসহ গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদেরকে অবিলম্বে মুক্তি দেয়ার আহŸান জানায়। কিন্তু রুশ কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার এই আহŸান প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।
নাভালনির ডাকে দেশজুড়ে প্রায় ৯৯টি শহরে রোববার বিক্ষোভ সমাবেশ হয়। সেগুলোর মধ্যে ৭৭টিতেই স্থানীয় প্রশাসন বিক্ষোভ মিছিল আয়োজনের অনুমতি দেয়নি বলে অভিযোগ করেন নাভালনি। ওইদিন রাজধানী মস্কোতে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিতে আসলে নাভালনিকে গ্রেপ্তার করে পুলিশ। তার সঙ্গে আরও অনেক বিক্ষোভকারী গ্রেপ্তার হয়। পুলিশ রোববার ৫শ বিক্ষোভকারীকে গ্রেপ্তারের কথা জানায়। মানবাধিকার গ্রæপগুলো এ সংখ্যা আরও বেশি ১ হাজার বলে জানিয়েছে। এ ব্যাপক ধরপাকড়েরর মুখেই যুক্তরাষ্ট্র ও ইইউ উভয়ই পৃথক বিবৃতিতে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদেরকে অবিলম্বে ছেড়ে দেওয়ার আহŸান জানায়। জবাবে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমরা এ ধরনের আহŸানের সঙ্গে একমত নই। রুশ পুলিশ খুবই পেশাদার এবং দেশের আইন সঠিকভাবে বাস্তবায়ন করে।
রোববারের বিক্ষোভে সমাবেশ আয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি জানিয়ে পেসকভ আরও বলেন, জনগণ বিক্ষোভ সমাবেশ আয়োজনের মাধ্যমে নিজেদের মতামত ব্যক্ত করবে, তাতে ক্রেমলিনের কোনও অসুবিধা নেই। কিন্তু কখন এবং কোথায় সমাবেশ আয়োজন করা হবে সে বিষয়ে আগে থেকেই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। রয়টার্স, এএফপি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ