Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

আবারো রকেট ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া আবারো রকেট ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। গত সোমবার ওই কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ হিসেবেই এই রকেটইঞ্জিন পরীক্ষা চালানো হয়েছে। এর আগে চলতি মাসের ১৯ তারিখ উত্তর কোরিয়া উচ্চক্ষমতার রকেট ইঞ্জিনের পরীক্ষা চালায়। তখন দেশটির নেতা কিম জং-উন ওই রকেট ইঞ্জিনের পরীক্ষাকে রকেট প্রযুক্তিতে তাদের নতুন জন্ম বলে উল্লেখ করেন। প্রথমবার চালানো রকেট ইঞ্জিন পরীক্ষার পর মার্কিন কর্মকর্তারা যখন উদ্বেগ প্রকাশ করছেন, তখনই চালানো হয় এবারের পরীক্ষা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে এবারের রকেট ইঞ্জিন পরীক্ষাটি চালানো হয়। আর তা আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের অংশ হিসেবেই চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই রকেট ইঞ্জিন পরীক্ষার ফলে তারা এবার অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তির আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ