মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের আর্থিক নিষেধাজ্ঞায় থাকা এক রুশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন সিনেটের একটি কমিটি এ অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছে। গত সোমবার রাশিয়ার স্টেট ডেভেলপমেন্ট ব্যাংকের (ভিইবি) পক্ষ থেকে জানানো হয়, গত ডিসেম্বরে হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা করেছেন। ওই ব্যাংকটি এক ইমেইল বিবৃতিতে আরও জানিয়েছে, তারা নিজেদের নীতিতে পরিবর্তন এনে ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। ব্যাংকের পক্ষ থেকে আরও বলা হয়, ওয়াশিংটনে এক রোডশোতে তাদের কর্মকর্তাদের সঙ্গে কুশনারের বৈঠক হয়। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও ব্যবসা করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইউক্রেনের একাংশ ক্রাইমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ঘটনায় রাশিয়ার সবচেয়ে বড় এই ব্যাংকের বিরুদ্ধে আর্থিক পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে গত ডিসেম্বরে সাক্ষাতের কথা স্বীকার করেছেন কুশনার। তবে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি এখনও কোনও মন্তব্য করেননি। এই তথ্য প্রকাশের পর মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ও ট্রাম্প শিবিরের রুশ সংযোগ তদন্তকারী মার্কিন সিনেটের একটি কমিটি জানিয়েছে, তারা কুশনারের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের বৈঠকের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখবেন। কুশনারসহ ট্রাম্প শিবিরের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, রাশিয়া মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে এবং ডেমোক্র্যাটিক পার্টির ইমেইল হ্যাক করেছে। তবে রাশিয়া প্রথম থেকেই ওই মার্কিন দাবি অস্বীকার করে আসছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।