Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসুদের আইএস সংশ্লিষ্টতা নেই

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লন্ডনে ওয়েস্টমিনিস্টার হামলাকারী খালেদ মাসুদের জিহাদে আগ্রহ ছিল বলে জানিয়েছে লন্ডন পুলিশ। তবে, তার এ জিহাদি উদ্দিপনার পেছনে আইএসের কোন নির্দেশনা বা আইএসের কোন যোগসাজশ ছিল না। মাসুদ গত বুধবার পার্লামেন্ট ভবনের বাইরে পুলিশ কর্মকর্তা কেইথ পালমারসহ চারজনকে গুলি করে হত্যা করার পর সেখানেই পুলিশের গুলিতে নিহত হয়। যুক্তরাজ্যের সন্ত্রাস-বিরোধী পুলিশ বাহিনীর সিনিয়র জাতীয় সমন্বয়ক ও ডেপুটি এসিস্ট্যান্ট কমিশনার নেইল বসু জানান, তার হামলার ধরন ছিল আনকোরা। সেখুবই কাঁচা কৌশল ব্যবহার করেছিল। অন্য হামলাগুলোকে অনুকরণ করার চেষ্টা করেছে সে। হামলার সময় আইএস নেতাদের নাম উচ্চারণ ছিল সেরকমই একটি কৌশল অনুকরণের অংশমাত্র। এ সময় সে অন্য কারো সঙ্গে আলাপ করেছে বলে কোন প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, ২০০৩ সালে মাসুদ যখন কারাগারে ছিল, তখনও সে যে উগ্রপন্থী, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। ওই পুলিশ কর্মকর্ত পরিষ্কারভাবে বলেন, মাসুদের সঙ্গে তারা আইএস বা আল-কায়েদার কোনও সংশ্লিষ্টতার প্রমাণ পাননি। ঘটনাটি সে ঘটিয়েছে একান্তই নিজস্বভাবে জিহাদে আগ্রহী হয়ে। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ