Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসুলে আরেকটি গণকবরে ৬শ’ দেহাবশেষের সন্ধান

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের মসুলের আতবাহ্ গ্রামের কাছে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় ছয় হাজার মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, আল খাসফা নামে পরিচিত বিশাল এক খাদে পাওয়া গেছে এই গণকবর। তবে আইএসের ফাঁদ পাতার কারণে এখনো খাদটির কাছে যেতে পারছে না ইরাকি সেনাবাহিনী। এরই মধ্যে ফাঁদগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা শুরু হয়েছে। স্কাই নিউজ আরও জানায়, দুই বছর আগে এই খাদের একটি ভিডিও প্রকাশ করেছিল আইএস। যেখানে খাদের ভেতর অনেক মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মসুল থেকে আইএসকে বিতাড়িত করার পর একের পর এক এসব গণকবরের সন্ধান পাচ্ছে ইরাক সরকার। কয়েকদিন আগে মসুল বিমানবন্দরের পাশে এমনই এক গণকবরের সন্ধান পাওয়া যায়। ইনডিপেনডেন্ট টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ