Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাপানে তুষারধসে ৮ স্কুল শিশুর মৃত্যুর আশঙ্কা

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের একটি স্কি রিসোর্টে তুষারধসের শিকার আট হাইস্কুল শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সোমবার সকালে টোচিগি জেলার নাসুর কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। এলাকাটি রাজধানী টোকিও থেকে ১২০ কিলোমিটার উত্তরে। বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন, কিন্তু ওই আট শিক্ষার্থীর বেঁচে থাকার কোনো লক্ষণ দেখা যায়নি। ঘটনার সময় ওই জায়গায় বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় ৭০ জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে, সেখানে সাতটি স্কুলের শিক্ষার্থীরা পবর্তারোহণের বড় ধরনের একটি ইভেন্টে অংশ নিচ্ছিল। উদ্ধার অভিযান চললেও খারাপ আবহাওয়া ও ভারী তুষারপাতের কারণে অভিযান ব্যাহত হচ্ছে। নাসু শহরের আশপাশে বেশ কয়েকটি স্কি রিসোর্ট আছে। গত দুইদিন ধরে ওই এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। সেখানে তুষারধসের সতর্কতাও জারি করা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ