মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে আগাম হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। সেনাবাহিনীর জেনারেল স্টাফের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএ। ‘ফোয়াল ইগল’ এবং ‘কি রিজলভ’ নামের বার্ষিক মহড়া দিচ্ছে মার্কিন এবং দক্ষিণ কোরিয় সেনারা। দেশ দুটি যৌথ মহড়ার আড়ালে সামরিক আগ্রাসন চালানোর তৎপরতা চলছে বলে ধরে করছে পিয়ংইয়ং। এর প্রেক্ষিতে এ আগাম হামলার হুমকি দেয়া হলো। উত্তর কোরিয়া বলছে, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সেনাদের জানা উচিত যে, তাদের বিরুদ্ধে পূর্ব হুঁশিয়ারি ছাড়াই আগাম প্রাণঘাতী হামলা চালাতে পারে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ‘বিশেষ অভিযান’ বা ‘আগাম হামলার’ চেষ্টা করা হলে এ ধরনের হামলা হতে পারে বলেও কেসিএনএ’র খবরে উল্লেখ করা হয়েছে। উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু বোমার পরীক্ষা করেছে এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে। মাঝে মধ্যেই দেশটি আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর ভাষায় হুমকি দেয়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।