মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ব্যস্ততম সড়কে একটি বাসে বন্দুক হামলায় একজন নিহত ও অন্য একজন আহত হয়েছেন। হামলাকারী পরে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে লাস ভেগাস পুলিশ। এনডিটিভি অনলাইনের এক খবরে গত রোববার এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনার পর সাউথ লাস ভেগাসের সড়ক কয়েক ঘণ্টা বন্ধ করে রাখা হয়। হামলাকারী গাড়ির সামনে প্রতিবন্ধতা তৈরি করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগ তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি এখন হেফাজতে রয়েছেন। এর আগে পুলিশের মুখপাত্র ল্যারি হাডফিল্ড জানিয়েছেন, একটি বাসে বন্দুক হামলা হয়েছে। হাডফিল্ডকে উদ্ধৃত করে ইউএসএ টুডে পত্রিকা জানায়, একটি বাসে বন্দুক হামলা হয়েছে, এর শিকার হয়েছে দুজন। দুজনকেই ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে, যার মধ্যে একজন মারা গেছেন। টম রবার্টস নামে লাস ভেগাসের এক কর্মকর্তা জানিয়েছেন, সাদা রঙের একটি দ্বিতল বাসের দ্বিতীয় তলায় ৫০ বছরের কাছাকাছি বয়সের এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।