Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকাডুবির ঘটনায় মিসরে ৫৬ জনের জেল

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত বছর একটি নৌকা ডুবে দুই শতাধিক শরণার্থীর মৃত্যুর ঘটনায় ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে মিসরের একটি আদালত। বিবিসির খবরে বলা হয়, সাজাপ্রাপ্তরা খুন, নরহত্যা এবং অবজ্ঞার কারণে মৃত্যুর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে সর্বোচ্চ ১৪ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে মিসরের বন্দরনগরী রোসেত্তা থেকে ইতালি রওনা হওয়া শরণার্থী বোঝাই ওই নৌকাটি উপক‚ল থেকে আট মাইল গভীর সমুদ্রে তলিয়ে যায়। নৌকাটিতে প্রায় ৪৫০ জন শরণার্থী ছিল, যাদের প্রায় ১০০ জনের মৃতদেহ ডুবে যাওয়া নৌকার ভিতরে আটকা পড়েছিল। ওই ঘটনায় ১৬৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ