মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বহনকারী বাসে প্রাণঘাতী হামলার দায়ে অভিযুক্ত ও দুই মার্কিন কর্মীর মৃত্যুর জন্য দায়ী আল কায়েদার এক জঙ্গিকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন গত শনিবার জানিয়েছে, গত সপ্তাহে আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিমান হামলায় আল কায়েদার সন্ত্রাসী নেতা কারি ইয়াসিন নিহত হয়েছেন। এক বিবৃতিতে পেন্টাগন জানায়, গত ১৯ মার্চ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলাটি চালানো হয়, এতে বহু পরিচিত সন্ত্রাসী নেতা ইয়াসিন নিহত হন। ইয়াসিন পাকিস্তান তালিবান নামে পরিচিত তেহরিক ই তালিবানের ঘনিষ্ঠ মিত্র বলে বিবৃতিতে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এক বিবৃতিতে বলেছেন, কারি ইয়াসিনের মৃত্যু প্রমাণ করেছে যেসব সন্ত্রাসী ইসলামকে কলঙ্কিত করছে এবং যারা পরিকল্পিতভাবে নিরপরাধ মানুষকে লক্ষ্যস্থল করেছে তারা বিচার এড়াতে পারবে না। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২০০৮ সালে একটি হোটেলে বোমা হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়, সেখানে দুজন মার্কিন কর্মীও নিহত হন; ওই হামলার জন্য ইয়াসিন দায়ী। গত রোববার পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো এবং জঙ্গিরা জানিয়েছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় উস্তাদ আসলাম নামে পরিচিত ইয়াসিন নিহত হয়েছেন। পাকিস্তানের কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট ইয়াসিনের জন্য ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেট টিমের বাসে চালানো হামলায় সে জড়িত ছিল বলে জানিয়েছে তারা। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।