Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একুশ শতকের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৮ এএম, ২৮ মার্চ, ২০১৭

ইনকিলাব ডেস্ক : রাশিয়া ঘণ্টায় ৪ হাজার ৬০০ মাইল গতিসম্পন্ন ভয়াবহ এক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধজাহাজকে এক আঘাতেই ধ্বংস করে দিতে পারবে।
ক্রেমলিন সামরিক বাহিনীর প্রধান দাবী করেছেন, তাদের এ যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ থেকে ছয়গুণ গতিসম্পন্ন। অর্থৎ ঘণ্টায় ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৬০০ মাইল পর্যন্ত এর গতি হবে।
বিশেষজ্ঞরা ভয়াবহ গতিসম্পন্ন এ ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছেন ‘জিরকন’। তারা বলছেন, এটি ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর নবনির্মিত দু’টি অত্যাধুনিক যুদ্ধজাহাজকে এক আঘাতেই ধ্বংস করে ফেলতে পারবে। ¯িœপার বুলেটের চেয়ে দ্বিগুণ গতিসম্পন্ন এ ক্ষেপণাস্ত্র একবার ছোড়া হলে আর থামানো সম্ভব হবে না।
বিশেষজ্ঞরা মনে করেন, ১২টি ক্ষেপণাস্ত্র দিয়ে বিশে^র সর্বাধুনিক যুদ্ধজাহাজগুলোকে ধ্বংস করে ফেলা সম্ভব। ক্ষেপণাস্ত্রটি ভূমি, সমুদ্র ও সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য। এটি একুশ শতকের সবচেয়ে ভয়াবহ অস্ত্র বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সিনিয়র এক রুশ প্রতিরক্ষা সূত্র ‘জিরকন’কে পেটেনসিয়াল গেম চেঞ্জার হিসেবে অভিহিত করেছেন। এটি শত্রæকে খুঁজে বের করে আঘাত হানতে সক্ষম এবং একই সাথে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ক্ষেপণাস্ত্রকেও এড়িয়ে যেতে সক্ষম। জিরকনের সর্বনি¤œ গতি হচ্ছে ঘণ্টায় ২ হাজার ৩০০ মাইল।
১৯৮০ সালে সোভিয়েত ইউনিয়ন যে পরিকল্পনাগুলো করেছিল, ক্রেমলিন এখন সেগুলোই নতুন করে শুরু করেছে। নৌবাহিনীর বিশেষজ্ঞ পেতে সান্দেমান বলেন, এ ক্ষেপণাস্ত্রকে মোকাবেলা বিশাল চ্যালেঞ্জের বিষয়। তিনি বলেন, লক্ষ্যবস্তুর কাছে এসে যদি ক্ষেপণাস্ত্রটি ভেঙ্গেও পড়ে, তাহলেও এর ধ্বংসস্তূপ এমনভাবে ছড়িয়ে পড়বে যাতে ওই বিমানবাহী জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
রাজকীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা এ হুমকি পর্যালোচনা করছি। তবে এটি প্রতিরোধে কোন ব্যবস্থা নেয়া হবে কি না সে ব্যাপারে তিনি কিছু বলেননি। ডেইলি মিরর।



 

Show all comments
  • Bimal Karmaker ২৮ মার্চ, ২০১৭, ১১:৫৯ এএম says : 0
    manuser kollane to kisoi korlo na. sodo manos marar danda.
    Total Reply(0) Reply
  • Monir Howlader ২৮ মার্চ, ২০১৭, ১১:৫৯ এএম says : 2
    রাশিয়ার শক্তি আরো ব্যাপক ভাবে বাড়তে পারে কিছু দিনের মধ্যে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ