মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিলেন দেশটির প্রধান বিরোধী দল প্রোগ্রেস পার্টির নেতা আলেক্সেই নাভালনি। ওই ডাকে সাড়া দিয়ে গত রোববার রাশিয়াজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিতে রাস্তায় নেমে আসে। রাজধানী মস্কোয় আয়োজিত দুর্নীতিবিরোধী এই বিক্ষোভ থেকে বিরোধী নেতা নাভালনিকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে গ্রেফতার হয়েছে আরো বেশ কয়েকজন বিক্ষোভকারীও। বিবিসির খবরে বলা হয়, নাভালনি সেন্ট্রাল মস্কোতে আয়োজিত সমাবেশে যোগ দিতে আসলে পুলিশ তাকে আটক করে। ৫ বছরের মধ্যে রাশিয়ায় এটিই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। নাভালনির দাবি, রাশিয়ার ৯৯টি শহরে বিক্ষোভ হয়েছে। সেগুলোর মধ্যে ৭৭টিতেই স্থানীয় প্রশাসন বিক্ষোভ মিছিল আয়োজনের অনুমতি দেয়নি। রাজধানী মস্কোতে এদিন বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে বিক্ষোভকারীদের পুতিনকে সঙ্গে নিয়ে গদি ছাড়, পুতিন ছাড়া রাশিয়া এবং পুতিন একজন চোর বলে ¯েøাগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীরা নাভালনিকে বহনকারী পুলিশ ভ্যান আটকানোর চেষ্টা করলে পুলিশ আরো কয়েকজনকে আটক করে। পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর এক টুইটে নাভালনি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহŸান জানান। বন্ধুরা, আমি ভালো আছি। আমাকে বাইরে বের করে আনতে লড়াই করার প্রয়োজন নেই। টির্ভেসকায়ায় (মস্কোর প্রধান সড়ক) মিছিল চালিয়ে যান। আজকে আমাদের লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। স্থানীয় একটি মানবাধিকার গ্রæপের পক্ষ থেকে বলা হয়, মস্কো থেকে অন্তত ১৩০ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করেছে বলেও জানায় তারা। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।