নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাত : যে ডাম্বুলায় অতীতে তিনটি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে (১৩৯ রান, ১২৬ রানও ৬ উইকেট) বাংলাদেশ দল, সেই ডাম্বুলায় এবার শ্রীলংকাকে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯০ রানে হারিয়ে দেয়ায় নতুন ইতিহাস রচনার প্রেরণা পাচ্ছে মাশরাফিরা। শ্রীলংকার বিপক্ষে অতীতে ৬টি দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে নেই কোনো জয়। সেই অতীত মুছে এবার নতুন ইতিহাস রচনায় প্রত্যয়ী বাংলাদেশ দল। মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে বড় উপহার দিয়ে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই ট্রফি নিশ্চিত করার ছক আঁকছে বাংলাদেশ দল। শ্রীলংকাকে প্রথম ম্যাচে নাস্তানাবুদ করে সে স্বপ্নই দেখছেন প্রথম ম্যাচের ম্যাচ উইনার তামীম- ‘আমরা এখন এমন একটা পরিস্থিতিতে আছি, যেখান থেকে আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব। সিরিজ জিততে পারলে বিশাল অর্জন হবে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে পারলে অবশ্যই ভালো কিছু হবে।’
প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে শ্রীলংকা সিরিজে ফিরতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করবে। তা ধরে নিয়েই দ্বিতীয় ম্যাচে কঠোর পরিশ্রমের মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলাদেশ দল। দলের হয়ে তামীম সে বার্তাই দিয়েছেন-
‘আমাদেরকে সমানভাবে পরিশ্রম করতে হবে। প্রথম ম্যাচের চেয়েও বেশি পরিশ্রম করতে হবে পরবর্তী ম্যাচে।’
ডাম্বুলাতেই সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ট্রফি নিশ্চিত করতে চান অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ-‘ প্রথম ম্যাচ জিতে অবশ্যই ভালো লেগেছে। কিন্তু এখনো তো সিরিজ শেষ হয়নি। একটা ম্যাচ জিতেই যদি আমরা খুশি হয়ে যাই, তাহলে সামনে এগোতে পারবো না। সিরিজ নিশ্চিত হলে আমরা উদযাপন করবো।আশা করি, ডাম্বুলাতেই সিরিজ জিততে পারবো। যদি কোনো ভুল না হয় তাহলে আশা করি আমরাই জিতবো।’
২০১৪ সালে ওয়ানডে ক্রিকেটে ক্যাপ্টেনসি পেয়ে মাশরাফি বদলে দিয়েছেন দলকে। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেরা সফল অধিনায়ক এখন তিনি। এতোদিন ৪৯ ম্যাচে ২৩ জয়ে সাফল্যাঙ্কে বাংলাদেশ অধিনায়কদের মধ্যে সবার উপরে ছিলেন সাকিব। সাকিবের সেই সাফল্যাঙ্ককে টপকে গেছেন মাশরাফি গত পরশু ডাম্বুলায়। তার ক্যাপ্টেনসিতে ৩৮ ম্যাচে বাংলাদেশ দলের জয়ের সংখ্যা উন্নীত হয়েছে ২৪ এ। শুধু অধিনায়কের দায়িত্বই সফলভাবে পালন করছেন না, নিজেও পারফর্ম করছেন। শ্রীলংকার বিপক্ষে তার প্রথম স্পেলই ( ৫-২-১২-২) স্বাগতিকদের নামিয়ে এনেছে ব্যাকফুটে। পাঁচ পাঁচবার হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার নিয়ে এতোটা মনোবল এবং মানসিক শক্তি নিয়ে মাশরাফি যেভাবে বাংলাদেশ দলকে দিচ্ছেন সার্ভিস, একই মনোভাব নিয়ে অন্যরা খেললে অভীষ্ঠ লক্ষ্যে পৌছার কাজটি সহজ হয়ে যাবে বলে মনে করছেন তামীম-‘ মাশরাফি ভাই দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। ফিল্ডিংয়ে ওনার চেষ্টাটা আমার নিজের কাছেও অবাক লাগে। এই মনোভাব যদি সবার থাকে, তাহলে অনেক কাজই সহজ হয়ে যায়।’
ডাম্বুলায় প্রচন্ড গরমের মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে গতকাল বাংলাদেশ দল নিয়েছে বিশ্রাম। ফুরফুরে মেজাজে দ্বিতীয় ম্যাচে ফিরতে হাতুরুসিংহের কৌশল এটাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।