Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগতিতে কিশোরকে অপহরণের চেষ্টা

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা : মোবাইলফোন হারানোর বিবাদের জের ধরে লক্ষ্মীপুরের রামগতিতে মো. মাসুদ (১৫) নামে এক কিশোরকে অপহরণের চেষ্টার সময় সাত যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। শনিবার রাতে উপজেলার রামদয়াল বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করেন। এ সময় একটি রামদা, একটি কিরিচ, একটি চাপাতি ও লোহার একটি রডসহ তাদের ব্যাবহৃত সিএনজিচালিত দু’টো অটোরিকশা আটক করে পুলিশ। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় গতকাল রোববার পুলিশ বাদী হয়ে দ্রæত বিচার আইনে রামগতি থানায় একটি মামলা দায়ের করেছেন।
গণপিটুনির শিকার ব্যক্তিরা হচ্ছেন নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মী নারায়ণপুরের জাহাঙ্গীর আলমের ছেলে বাহার উদ্দিন (২০), পশ্চিম এওয়াজবালিয়া এলাকার রেজাউল হকের ছেলে মো. জামাল উদ্দিন (১৮), মধুপুর এলাকার আবুল হোসেনের ছেলে মেজবাহ উদ্দিন শান্ত (১৮), আবদুস সহিদের ছেলে মো. ইসমাইল (২০), পূর্ব চরউড়িয়ার নুরুল হকের ছেলে এনামুল হক (২০), সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরবাগ্গার আবুল হোসেনের ছেলে মো. জসীম উদ্দিন (২২) ও কুমিল্লার লাকসামের গোপালপুর এলাকার আবু তাহেরের ছেলে মো. স্বপন (১৮)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেষ্টা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ