Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে থেতরাই আব্দুল জব্বার কলেজে স্বাধীনতা দিবস পালিত

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কুড়িগ্রাম জেলার উলিপুরে থেতরাই আব্দুল জব্বার কলেজে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গতকাল (রোববার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে থেতরাই আব্দুল জব্বার কলেজ কর্তৃক আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন, র‌্যালি প্রদর্শন, শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকান্ড, খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতা এবং কলেজের ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল শেখ, কলেজের সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, কমিটির সদস্য হাফিজুর রহমান সেলিম, ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি সৈকত বাবু, ইংরেজি প্রভাষক মোন্নাফ আলী, অর্থনীতির প্রভাষক আমিনুল ইসলাম, বাংলার প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক মমিনুল ইসলাম ও লিটন রায় প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পালিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ