Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-বিলবোর্ডে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আড়াইহাজারের পাড়া-মহল্লায় বইছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ। সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা আর পোস্টার-বিলবোর্ডে ছেয়ে যাচ্ছে নির্বাচনী এলাকা। ইউনিয়নের হাট-বাজারে রঙ্গিন পোস্টার আর ফেস্টুন টাঙিয়ে জানানো হচ্ছে শুভেচ্ছা বার্তা। চেয়ারম্যান, মেম্বার প্রার্থীরা অংশগ্রহণ করছেন বিভিন্ন ওয়াজ মাহফিল, সামাজিক অনুষ্ঠান আর শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও জানছেন কুশলাদী। আর বড় দুই দলের দলীয় মনোনয়ন পেতে স্থাণীয় হাইকমান্ডে চলছে লবিং আর তদবির। নির্বাচনকে সামনে রেখে ঘরোয়া নির্বাচনী সভা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন। তারা দলের সমর্থন পাওয়ার জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নানা উন্নয়নমূলক কর্মকা-, জনসংযোগ, দলীয় ও স্থানীয় সভা-সমাবেশ এবং সামাজিক কর্মকা-ে অংশ নিচ্ছেন। পাশাপাশি দলীয় সমর্থন পেতে স্থানীয় সংসদ সদস্য ও সিনিয়র নেতাদের আস্থাভাজন হওয়ারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তারা দলের বিভিন্ন পর্যায়ের কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন। উপজেলা নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় ধাপে থাকছে না নারায়ণগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। শেষ ধাপের আগে হতে পারে আড়াইহাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন। ইতিমধ্যে আড়াইহাজারের প্রতিটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ব্যানার, পোস্টার ও ফেস্টুন সেঁটে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দোয়া ও সমর্থন চাইছেন এলাকাবাসীর। লবিং করছেন দলীয় শীর্ষ নেতাদের সাথে। সমর্থন আদায়ে জোর লবিং অব্যাহত রেখেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপির উপজেলা ও জেলার শীর্ষ নেতাদের সাথে। একটি ইউনিয়নে একাধিক প্রার্থী মনোয়ন চাইতে পারেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডগুলোতে ডজন ডজন মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা নিজ নিজ কৌশলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনকে ঘিরে ফুরফুরে মেজাজে রয়েছেন বর্তমান চেয়ারম্যানগণ। আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় শতাধিক চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-বিলবোর্ডে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ